মুখ্যমন্ত্রীর কাছে দাবিপত্র চা শ্রমিকদের

0
52

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

 

Tea garden workers | newsfront.co
নিজস্ব চিত্র

বৃহস্পতিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ঘোষপুকুর থানায় ওসির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দাবিপত্র দিল জয়েন্টফার্ম অফ ট্রেড ইউনিয়ন অফ টি ইন্ডাস্ট্রি অফ ওয়েস্ট বেঙ্গল। এদিন প্রায় দুই হাজার চা শ্রমিক তাদের দাবি-দাওয়া নিয়ে উপস্থিত হন। এরপর তাদের দাবিগুলো ওসির হাতে তুলে দেন।

Tea garden workers | newsfront.co
নিজস্ব চিত্র

চা শ্রমিকদের বক্তব্য যে, তাদের দাবিগুলি সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে পেশ করা সম্ভব নয়। সেই কারণে পার্শ্ববর্তী যে সমস্ত সরকারি অফিসগুলো রয়েছে সেই অফিস গুলিতে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লিখিত দাবিপত্র জানানো হল। যাতে এই দাবিপত্রটি মুখ্যমন্ত্রী কে পাঠানো হয়।

অপরদিকে সিপিএমের ট্রেড ইউনিয়নের নেতা সমান পাঠক সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন যে, ২০১৪ সাল থেকে মিনিমাম ওয়েজের দাবিতে লড়াই করে যাচ্ছে চা বাগান শ্রমিকরা। এবং একটি এডভাইজার কমিটি করা হয়েছিল সেই কমিটির মাধ্যমে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর একটি রিপোর্ট জমা করে। কিন্তু দেখা গিয়েছে যে গত ছয় সাত মাস হতে চলল কোন রকম ভাবে সরকারের তরফ থেকে বা মালিক তরফ থেকে কোন পদক্ষেপ নেয়নি। তাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে জয়েনফার্ম এর তরফ থেকে একটি চিঠি দেওয়া হয়েছিল চলতি বছরের ৩০ শে জুলাই। এর মধ্যে কিছু একটা ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু গত দুদিন হতে চলছে এখন পর্যন্ত কেন ব্যবস্থা নেয়নি সেই কারণে এদিন সমস্ত চা শ্রমিকরা বেরিয়ে এসে মুখ্যমন্ত্রীর উদ্দেশে চিঠি দিলেন।

তবে মুখ্যমন্ত্রী কে জানানোর পরও যদি কয়েক দিনের মধ্যে কোন ব্যবস্থা না নেওয়া হয়। তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামতে বাধ্য হব। এর পাশাপাশি তিনি আরও বলেন যে বিগত কয়েক বছর ধরে মুখ্যমন্ত্রী দার্জিলিঙে কয়েকবার এসেছে শুধুমাত্র তার রাজনৈতিক কর্মসূচিতে।

আরও পড়ুনঃ স্কুলে টিকটক ভিডিও করে ভাইরাল,বিক্ষোভ স্কুলের সামনে

কিন্তু তিনি চা শ্রমিকদের কথা একবারও বলেননি। এমনকি দেখেও না দেখার ভান করেছেন মুখ্যমন্ত্রী। এবং রাজ্য সরকার এর বিভিন্ন দপ্তরগুলি শ্রমিকদের পক্ষে না থাকে মালিকদের হয়ে কথা বলছেন। তাই আমরা চাই যতদূত এর একটা ব্যবস্থা নিক রাজ্য সরকার।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here