বিডিওর কাছে নালিশ বাস থামেনা নির্দিষ্ট স্টপেজে

0
47

সুদীপ পাল,বর্ধমানঃ

complaints to the bdo due to bus did not stop at stoppage
নিজস্ব চিত্র

কাছাকাছি বিডিও অফিস, তার পাশেই গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি প্রশাসনিক কার্যালয়।বহু মানুষ আসেন। বাস দাঁড়াবার কথা কিন্তু সেখানে দাঁড়ায় না দূরপাল্লার বাসগুলি।কিছুটা দূরত্বে নেমে, ফের টোটো করে আসতে হয় অফিস এলাকায়।পানাগড় দুবরাজপুর জাতীয় সড়কের উপর অবস্থিত কাঁকসা মিনিবাজার।যাত্রীদের অভিযোগ,এখানে বিডিও অফিস,দমকলকেন্দ্র থেকে শুরু করে খাদ্য দফতরের কার্যালয় সবই রয়েছে।ফলে বহুমানুষ এখানে নিত্যদিনই কোন না কোন কাজে আসেন। কিন্তু যেখানে বাস থামে সেখানে ফের গাঁটের পয়সা খরচ করে অফিসে আসতে হয়।সরকারি বাস এবং সুপার বাসগুলি দার্জিলিং মোড়ে দাঁড়ায়।এই মোড় থেকে মিনিবাজারের দূরত্ব প্রায় তিন কিলোমিটার।ফলত বাধ্য হয়ে টোটো করে আসতে হয়।যাঁরা অফিসে নিয়মিত আসেন তাঁদেরও বক্তব্য,সময়মতো লোকাল বাসে না উঠলে দার্জিলিং মোড়ে নেমে ফের টোটো করে আসতে দেরী হয়ে যায়।

আরও পড়ুনঃ নবম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ,ধৃত দুই

বিষয়টি কাঁকসা বিডিও সুদীপ্ত ভট্টাচার্যকে জানানো হলে তিনি সংশ্লিষ্ট দফতরে জানাবেন বলে আশ্বাস দেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here