নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
করোনা আতঙ্কে কাঁপছে মাদারিহাট বীরপাড়া ব্লক। সম্প্রতি ব্লকের মাদারিহাটে করোনায় আক্রান্তের ঘটনা সামনে আসায় রবিবার থেকে শুনশান মাদারিহাট বাজার।বন্ধ সাপ্তাহিক হাটও। বন্ধ সব ব্যবসায়ীক প্রতিষ্ঠান। ইতিমধ্যেই প্রশাসন মাদারিহাটের কয়েকটি এলাকাকে কন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করেছে।
তবে ব্যবসায়ীরা নিজেরাই দোকান পাট বন্ধ রেখেছে বলে জানা গিয়েছে। আরও জানাযায়, আগামী ২৬ জুলাই পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া মাদারিহাট সংলগ্ন বড়ো টাওয়ার এলাকায় করোনা ভীতির সঞ্চার হয়েছে। সেখানেও দোকান গুলি বন্ধ রাখা হয়েছে।
আরও পড়ুনঃ করোনা মুক্ত কোচবিহারের তৃণমূল যুব কংগ্রেস সভাপতি
মাদারিহাট বাজারের ব্যবসায়ী শিবু দাস বলেন, “সম্প্রতি মাদারিহাটে করোনার ঘটনা সামনে আসায় আমরা নিজেরাই নিজেদের এবং জন সাধারণের স্বার্থে আগামি ২৬ জুলাই পর্যন্ত সার্বিক ভাবে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584