নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
দেশে দৈনিক সংক্রমণ কিছুটা কমলেও করোনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বেড়েই চলেছে। দৈনিক মৃত্যুর পরিসংখ্যান সাড়ে তিন হাজার ছাড়িয়েছে, বিধিনিষেধ জারি হয়েছে কিছু রাজ্যেও। এবার সম্পূর্ন লকডাউনের পথে হাঁটল হরিয়ানা সরকার। আজ থেকে এক সপ্তাহের পূর্ণ লকডাউন থাকবে রাজ্যে।
মন্ত্রী অনিল ভিজ জানিয়েছেন, ৩মে থেকে সাতদিনের পূর্ণ লকডাউন থাকবে হরিয়ানায়। করোনার শৃঙ্খল ভাঙতেই এই পূর্ণ লকডাউনের সিদ্ধান্ত। তবে অত্যাবশকীয় পণ্য পরিষেবা চালু থাকবে। একদিনে ১২৫জনের মৃত্যুতেই নড়েচড়ে বসেছে প্রশাসন।
আরও পড়ুনঃ বাড়ছে আসনের ব্যবধান, সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিতকরণের দিকে তৃণমূল
আজ পর্যন্ত হরিয়ানায় করোনায় মৃত্যু হয়েছে ৪৩৪১ জনের। রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যাও ১লক্ষ ছাড়িয়েছে। কোভিভ পরিস্থিতি নিয়ে গত সপ্তাহেই উদ্বেগ প্রকাশ করেছিলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর। আর তারপর এই সিদ্ধান্ত।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584