সুদীপ পাল,বর্ধমানঃ
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগে দুজনের নিয়োগ সংক্রান্ত জটিলতা দেখা দিল। এই বিভাগে পূর্ণ সময়ের কোনও অধ্যাপক ছিলেন না।গত শনিবার দুজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হয়।তারপর থেকেই জটিলতার সূত্রপাত। দুজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ হলেও বিভাগীয় প্রধান ডঃ অরিন্দম চট্টোপাধ্যায়কে নিয়োগ সংক্রান্ত কোনও বিষয়ই জানানো হয়নি।
নিয়োগ সংক্রান্ত যে সিলেকশন কমিটি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগের ইন্টারভিউ এর জন্য গঠন করা হয়েছিল তাতে ছিলেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার তোফাজ্জল হোসেন,কলা বিভাগের ডিন বিভরাজ ভূষণ পারিরা এবং একজন বহিরাগত বিশেষজ্ঞ। বিভাগের প্রধানকে কেন এই কমিটিতে রাখা হলনা অথচ কেন দর্শন শাস্ত্রের অধ্যাপক তোফাজ্জল হোসেন ও টুরিজম ম্যানেজমেন্টের অধ্যাপক ডঃ বিভরাজ ভূষণ পারিরাও সেখানে স্থান পেলেন সে প্রশ্ন উঠছে।অরিন্দমবাবু বলেন,এ বিষয়ে কিছু জানি না। যদিও তোফাজ্জলবাবু অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করেন।
আরও পড়ুনঃ বেতনের দাবীতে অনশনে শালবনি ফডার ফার্মে কর্মরত শ্রমিকরা
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584