নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
বেতন নিশ্চিত করতে সরকারের কাছে চুক্তিভিত্তিক ব্যবস্থা চালু করার দাবি তুললেন রাজ্যের স্কুলশিক্ষার সঙ্গে যুক্ত কম্পিউটার শিক্ষকরা। বেসরকারি এজেন্সির দ্বারা নিযুক্ত হওয়ায় তাঁরা সরকারি স্কুলের শিক্ষকদের মতো বেতন পান না।
শিক্ষাদপ্তরের কাছে ইতিমধ্যেই এই দাবি জানিয়েছে এই শিক্ষকদের সংগঠন ওয়েস্টবেঙ্গল আইসিটি স্কুল কো-অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। তবে সরকারের তরফে এখনও পর্যন্ত কোনও ইতিবাচক সাড়া পাওয়া যায়নি।
আরও পড়ুনঃ মেট্রোয় যাতায়াতে কোনও ই-পাস লাগবে না বয়স্কদের
তাই এবার তাঁরা একজোট হয়ে আন্দোলনের পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন। জেলাওয়াড়ি ডেপুটেশন দেওয়ার পর করোনার দাপট কমলে কলকাতায় বড় জমায়েত করার পরিকল্পনা করেছেন তাঁরা। মঙ্গলবার সংগঠনের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584