নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
শতবর্ষ উদযাপন উপলক্ষে ফুলের টবের উচ্চতা ঠিক করতে ব্যবহার করা হয়েছে পাঠ্য পুস্তক।এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার মুখে পড়ল শতবর্ষের বিদ্যালয় বেলদা গঙ্গাধার অ্যাক্যাডেমি।
জানা গেছে ১০০ বছর পূর্তিতে খামতি নেই কোথাও।তৈরি বিশাল মাপের সুসজ্জিত মঞ্চ।বিদ্যালয় চত্তর সেজেছে রংবেরংয়ের আলো ও বিভিন্ন ফুলের গাছে। কিন্তু ছবি প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে বিতর্ক। বিদ্যালয়ে সাজানো ফুলের টব বসেছে বিদ্যালয়ের পাঠ্যপুস্তক এর উপর।সর্বোপরি ফুলের টব বসানোর জন্য রাখা বেঞ্চ উঁচু করা হয়েছে বই দিয়েই। তিন দিনব্যাপী শতবর্ষ পূর্তি উদযাপন শুরু হয় আজ শনিবার। সম্পন্ন হয়েছে বর্ণাঢ্য শোভাযাত্রা, তারসঙ্গে বিদ্যালয়ের পক্ষ থেকে বেলদা স্ট্রিটের সমস্ত মনীষীর মূর্তিতে মাল্যদান।
আরও পড়ুনঃ গান্ধী সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী উদযাপনের প্রস্তুতি সভা
কিন্তু পুস্তক অবমাননার অভিযোগে সব যেন ফিকে হয়ে গেছে।এই নিয়ে সমালোচনাও শুরু হয়েছে বিশিষ্ট মহলে। বিশিষ্টজনদের বক্তব্য-উঁচু করার জন্য ইট বা কার্ড ব্যবহার করলেই হতো।কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ তা না করে পাঠ্যপুস্তক ব্যবহার করে বেঞ্চ এবং ফুলের টব উঁচু করার কাজে। তাই বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে শতবর্ষের বিদ্যালয় আদপে কি শিক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীদের নাকি অবমাননা করছে সংস্কৃতির?
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584