শ্যামল রায়,মঙ্গলকোটঃ
শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির খণ্ডঘোষের দ্বিতীয় চক্রের সম্মেলন অনুষ্ঠিত হয় ব্রিক ফিল্ড ওনার অ্যাসোসিয়েশনের হলে।
এই সম্মেলনের উদ্বোধন করেন বিধায়ক নবীনবাগ। সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির জেলা সম্পাদক তপন পোড়েল,তৃণমূল নেতা উত্তম সেনগুপ্ত ,সমিতির সাধারণ সম্পাদক আবু বক্কর ও নীলিমা মুখোপাধ্যায় সহ অনেকে।সম্মেলন উপলক্ষে উপস্থিত নেতারা জানিয়ে দেন যে বাম আমলে শিক্ষকদের বেতন ছিল অনিয়মিত।মাস মাইনে পেতে মাসের-পর-মাস দেরি হয়ে যেত।শিক্ষকদের সম্মান যতটুকু ছিল তার থেকে অনেকগুন সম্মান পাচ্ছেন সরকার পরিবর্তনের পরে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় শিক্ষকদের জন্য একাধিক সুযোগ-সুবিধা এবং বিদ্যালয়গুলোর পরিকাঠামো যথেষ্ট উন্নতি করে দিয়েছেন।
তাই তৃণমূল নেতারা শিক্ষকদের উদ্দেশ্যে আবেদন রাখেন যে আগামী লোকসভা নির্বাচনে শিক্ষকদেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। উন্নয়ন বজায় রাখতে শিক্ষকদের ব্যাপক সমর্থনে ভোটাররা অনেকটাই স্বস্তি পান বলে মনে করেন। শিক্ষকদের কথা গ্রামের মানুষ বোঝেন এবং শোনেন।তাই শিক্ষকদের আরো সক্রিয় হয়ে উন্নয়নের গতি বজায় রাখার আবেদন রাখেন।
শিক্ষক সমিতির জেলা সাধারণ সম্পাদক মোঃ আবু বক্কর বলেন যে দূরের শিক্ষকদের কাছাকাছি বদলির বিষয়টি সরকারকে সহানুভূতির সাথে বিবেচনা করার জন্য আবেদন রাখেন।সেই সাথে বাড়ি ভাড়া বাবদ ত্রিশ শতাংশ বাড়ানোর দাবি দেখেছেন। এছাড়াও ছাত্রদের প্রথম শ্রেণী থেকে পোষাক দেওয়ার দাবিতে সরব হয়েছেন উপস্থিত শিক্ষক প্রতিনিধিরা।সম্মেলনে আড়াইশো জন শিক্ষক-শিক্ষিকা প্রতিনিধি উপস্থিত হয়েছিলেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584