টিএমসিপি-এবিভিপি সংঘর্ষে অগ্নিগর্ভ বাজকুল

0
56

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সোমবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার বাজকুল কলেজে এবিভিপি ও টিএমসিপি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ এবং বোমাবাজির অভিযোগ ওঠে ৷ ভাঙচুর করাহয় একাধিক গাড়ি, আগুন ধরিয়ে দেওয়া হল একাধিক মোটরসাইকেলে ৷ ঘটনায় উত্তপ্ত গোটা বাজকুল এলাকা ৷

bike fire | newsfront.co
অগ্নিগর্ভ এলাকা ৷ নিজস্ব চিত্র

এবিভিপি ছাত্র সংগঠনের অভিযোগ কলেজের ভিতরে এবিভিপির দলীয় পতাকা লাগাতে গেলে বাধা দেওয়া হয় টিএমসিপি ছাত্র পরিষদের পক্ষ থেকে ৷ আর তা নিয়েই শুরু হয় বচসা এবং সংঘর্ষ ৷ যদিও গোটা ঘটনার কথা অস্বীকার করেছে তৃণমূল ছাত্র পরিষদ ৷

political memcer | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ বিজেপির পতাকা পুড়িয়ে দেওয়ার অভিযোগ নবগ্রামে

তাদের পাল্টা দাবি, এবিভিপি ছাত্রসংগঠন পূর্ব মেদিনীপুর জেলায় আছে বলে আমার জানা নেই, পাশাপাশি শুভেন্দু অধিকারী কে মীরজাফরের আখ্যা দিয়ে তিনি বলেন নব এবং পুরাতন বিজেপি কর্মীর মধ্যেই এই ঘটনা ঘটানো হয়েছে, গোটা ঘটনায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে বাজকুল এলাকায় ৷

ঘটনার প্রতিবাদে দিঘা- নন্দকুমার ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করে প্রতিবাদ দেখানো হয় । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে হাজির ভগবানপুর থানার বিশাল পুলিশবাহিনী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here