নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
তৃণমূল কর্মীদের আটকে রেখে মারধর করার অভিযোগ উঠল বিজেপি কর্মী সমর্থকদের বিরূদ্ধে।ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার আনন্দপুর থানার ডলং গ্রামে। জানা গেছে ঘটনার সুত্রপাত শনিবার সন্ধ্যায়।স্থানীয় বিজেপি কর্মী সমর্থকরা কাটমানি ফেরত দাবিতে স্থানীয় তৃণমূল কার্যালয়ে বিক্ষোভ দেখাতে গেলে তা নিয়ে দুপক্ষের মধ্যে বচসা বাঁধে।
অভিযোগ এরপরেই বিজেপি কর্মী সমর্থকরা তৃণমূল কর্মী সমর্থকদের দলীয় কার্যালয়ের ভেতর আটকে মারধর করা হয়।পুলিশে খবর দেওয়া হলে আনন্দপুর থানার পুলিশ তৃণমূল কর্মী সমর্থকদের উদ্ধার করতে গেলে,পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। শনিবার সন্ধ্যার পর থেকে এনিয়ে উত্তপ্ত হয়ে উঠল আনন্দপুরের ডলং।
আরও পড়ুনঃ রাজনৈতিক হিংসায় উত্তপ্ত দিনহাটা, বিজেপির পথ অবরোধ ভেটাগুড়িতে
শনিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল কেশপুর থানার ৬ নম্বর অঞ্চলের ডলং।সন্ধের মুখে গ্রামের তৃণমূল কর্মীদের মারধর করে পার্টি অফিসেই তালা দিয়ে রাখে বিজেপি সমর্থকরা। ঘটনায় আহত হয় দুপক্ষের বেশ কয়েকজন। এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে গোটা অঞ্চল।
তবে বিজেপির কেশপুরের নেতা আশিষ চ্যাটার্জীর অভিযোগ, এলাকার মানুষেরা কাটমানির টাকা ফেরতের দাবি জানানোয় তৃণমূল কর্মী সমর্থকরা পুলিশকে সঙ্গে নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপরে হামলা চালায়।পুলিশের মারে আহত হয়েছেন প্রায় ৬ জন বিজেপি কর্মী সমর্থক।
তৃণমূলের অঞ্চল সভাপতি বিশ্বজিৎ দোলুই অভিযোগ করেন, গতকাল সকাল থেকেই বিজেপি কর্মীরা আনন্দপুরের তিনটি বুথে তান্ডব চালায়।ডলং বুথে তৃণমূলের দলীয় পতাকা ছিঁড়ে পুড়িয়ে দেওয়া হয়।কার্যালয় সহ এলাকার তৃণমূল কর্মী সমর্থকদের ভাঙচুর চালানো হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584