দিদিকে বলো কর্মসূচির মাঝে কাটমানি ইস্যুতে মন্ত্রীর সামনেই বচসা

0
31

মনিরুল হক, কোচবিহারঃ

দিদিকে বলো কর্মসূচির মধ্যেও কাটমানি ছায়া। ভরা কর্মসূচিতে উটকো এই ঝামেলায় অস্বস্তিতে তৃনমূল নেতৃত্ব।

conflict in front of minister | newsfront.co
বচসা।নিজস্ব চিত্র

কোচবিহার জেলার তুফানগঞ্জের চিলাখানা গ্রামে শুক্রবার দিদিকে বলো কর্মসূচির অঙ্গ হিসাবে রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ সাধারণ মানুষের অভাব অভিযোগ শোনার সময় একব্যক্তি কাটমানি প্রসঙ্গ সামনে আনেন।

তাঁর অভিযোগ প্রাথমিকে চাকরি পাইয়ে দেবার নাম করে ৭ লক্ষ টাকা কাটমানি নেয় তুফানগঞ্জ শহরের এক ব্যক্তি। ওই ব্যক্তির নাম দেবাশিষ চক্রবর্তী। গত ৪ বছর আগে নিজের ছেলের চাকরির জন্য ওই টাকা দেওয়া হয় বলে দাবী করেন মইনুদ্দিন মিঞা নামে তৃনমূল কর্মী। এই টাকা দেওয়া নেওয়ায় মধ্যস্থতা করেন তারই এক খুড়তুত ভাই বলে দাবী তাঁর। এদিন ওই ভাইয়ের উপস্থিতিতে মন্ত্রীর কাছে এই নালিশ জানাতে গেলে শুরু হয় বচসা। এরপর অবশ্য তৃনমূলের দলীয় কর্মীরা অবস্থা বেগতিক বুঝে বিষয়টিকে পারিবারিক বিবাদ বলে দুজনকেই সেখান থেকে সরিয়ে দেয়। মন্ত্রীর সামনে কাটমানি ইস্যু নিয়ে এরকম ঘটনায় অস্বস্তিতে পড়ে যান তিনি নিজেও।

আরও পড়ুনঃ বেতনের দাবিতে বিএসএনএল অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ

যদিও স্থানীয় তৃনমূল কর্মীদের দাবী, যার বিরুদ্ধে এই কাটমানির অভিযোগ তিনি একজন সিপিআইএম কর্মী। যদিও প্রশ্ন উঠেছে তৃনমূলের শাসনকালে একজন সিপিআইএম কর্মীকে কিছু পাবার আসায় কাটমানি দেবে কেন মানুষ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here