মনিরুল হক, কোচবিহারঃ
উত্তেজনা বেড়েই চলেছে মাথাভাঙায়। বিক্ষোভ কর্মসূচি শেষ হতেই ফের তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ওই সংঘর্ষের ঘটনা ঘটে মাথাভাঙা শহরের শনি মন্দির লাগোয়া এলাকায়। দুই পক্ষ থেকে ব্যাপক বোমাবাজি করা হয়।
পরিস্থিতি সামাল দিতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। বেশ কয়েকজনকে আটকও করেছে পুলিশ।এদিকে ওই ঘটনার জেরে মাথাভাঙা শহরের ব্যবসায়ীরা আতঙ্কিত হয়ে পড়েন। শহরের প্রায় সমস্ত দোকানপাট বন্ধ করে দেওয়া হয় ।
সাধারণ মানুষ যারা রাস্তায় বেরিয়ে ছিলেন তারা দ্রুত শহর ছেড়ে নিরাপদ স্থানে চলে যান। বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও’ কর্মসূচি নিয়ে শুরু থেকেই উত্তেজনা ছিল মাথাভাঙায়।
প্রথম মিছিল করে আসার সময় মাথাভাঙা শহর লাগোয়া হাজরাহাট গ্রাম পঞ্চায়েতের ছালনার পাড় এলাকায় তৃণমূল কর্মীদের মারধোর করার অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। ওই ঘটনায় তৃণমূলের এক ছাত্র নেতা সহ ৪ জন আহত হয়ে মাথাভাঙা মহকুমা হাসপাতালে ভর্তি হন।
আরও পড়ুনঃ প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্মৃতিচারনা বাঁধগড়া কংগ্রেস কার্যালয়ে
এরপরেই তৃণমূল কর্মীরা মাথাভাঙা শহরের শনি মন্দির লাগোয়া এলাকায় জমায়েত হতে শুরু করে। মহকুমা শাসকের দফতরে বিক্ষোভ কর্মসূচি শেষ হতেই সেখানে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়ে যায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584