সুদীপ পাল,বর্ধমানঃ
পাড়ার হরিনাম সংকীর্তনকে কেন্দ্র করে সংঘর্ষে উত্তাল হয়ে উঠল পূর্ব বর্ধমানের গলসির রামপুর গ্রাম। এই ঘটনায় জখম হয়েছেন দশজন। ভাঙচুর করা হয়েছে একটি গাড়িও।
বাসিন্দাদের একাংশের অভিযোগ, বিজেপি কর্মী এবং সর্মথকরা এই ঘটনার সাথে জড়িত। যদিও বিজেপি নেতা তা মানেনি।
প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা ভোটের পর এই গ্রামে শক্তি বৃদ্ধি হয়েছে বিজেপির। বিজেপির পতাকা বা দেওয়াল লিখন সেভাবে চোখে না পড়লেও গ্রামের দুটি বুথেই বেশি ভোট পেয়েছে বিজেপি। গত পঞ্চায়েতে দুটি আসনেই জয়লাভ করেছিল তৃণমূল।
স্থানীয় সূত্রে জানা যায়, হরিনাম সংকীর্তন শুরু হওয়ার কথা এবং পাঁচ দিন ধরে চলে এই অনুষ্ঠান। কিন্তু স্থানীয় পঞ্চায়েত সদস্য জয়দেব ঘোষ এর সঞ্জীব ঘোষের নেতৃত্বে এই অনুষ্ঠানের প্রস্তুতি নেওয়ার সময় হামলা করে কয়েকজন।
জয়দেববাবুর অভিযোগ, পাড়ার বাসিন্দা সুভাষ ঘোষের নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী তাদের উপর চড়াও হয়। হরিনাম করা চলবে না বলে লাঠি, রড দিয়ে হামলা করা হয়। প্যান্ডেলের একাংশ ছিঁড়ে দেওয়া হয়।
আরও পড়ুনঃ বিদ্যুৎ সংযোগ নিয়ে বিবাদের জেরে গুলিবিদ্ধ যুবক
গ্রামবাসীদের একাংশ বলছেন, দীর্ঘদিন ধরে অনুষ্ঠান হচ্ছে কোন রাজনীতি ছিল না। যারাই নির্দল ছিল তারা এখন বিজেপি হয়ে গোলমাল করছে। বিজেপির সাংগঠনিক জেলা সম্পাদক (বর্ধমান সদর) জয়দেব চট্টোপাধ্যায় বলেন, ওই গ্রামে বিজেপি বেশি ভোট পেয়েছে ঠিকই কিন্তু আমাদের সংগঠন তেমন নেই। তৃণমূলের গোষ্ঠী কোন্দলে এই ঘটনা ঘটেছে। বিজেপির বিরুদ্ধে মিথ্যে বদনাম করছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584