শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
করোনা আতঙ্ক এবং রিপোর্ট বিভ্রান্তির জেরে মৃত রোগীর দেহ হাতে পেল না পরিবার। সেই দেহ সৎকার করল পুরসভা। কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজে ঘটা এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ মৃতের পরিবার। তাদের রোগী আদৌ করোনা পজিটিভ ছিলেন, না নেগেটিভ ছিলেন সেটাই বুঝতে পারছেন না তারা।
হাসপাতালের রিপোর্ট ছিল করোনা পজিটিভ,স্বাস্থ্য দফতরের করোনা রিপোর্ট নেগেটিভ৷ জানা গিয়েছে, গত শনিবার জ্বর কাশি শ্বাসকষ্ট নিয়ে ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি হন ৮২ বছরের এক মহিলা৷ তিনি ভবানীপুরের বাসিন্দা৷ ভর্তির দিনই ওই মহিলার করোনা পরীক্ষা করা হয়৷ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট এর মাধ্যমে মাত্র ৩০ মিনিটের জানা যায় ওই মহিলা করোনা পজিটিভ৷ সেদিনই আচমকা তার মৃত্যু হয়৷
আরও পড়ুনঃ চিকিৎসা মিললেও প্রতিবেশী রাজ্যের কোভিড কেস কাউন্ট হবে নাঃ মুখ্যমন্ত্রী
যেহেতু করোনা আক্রান্ত তাই সৎকারের জন্য মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি বলে অভিযোগ৷ কিন্তু রবিবার স্বাস্থ্যভবন থেকে ই-মেল মারফত জানানো হয়, মৃতের করোনা রিপোর্ট নেগেটিভ৷ তখনই মৃতদেহ আনতে হাসপাতালে ছুটেন মৃতের পরিবার৷
কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ পরিষ্কার জানান, স্বাস্থ্য দফতরেরই ছাপার ভুল হয়েছে৷ বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেন স্বাস্থ্য সচিব। তবে ওই মহিলার দেহ সৎকার করে পুরসভাই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584