মালদহে ‘দিদিকে বলো’র কো-অর্ডিনেটরকে সংবর্ধনা

0
41

নিজস্ব সংবাদদাতা ,মালদহঃ

তাঁর শাসনকালে কে কিভাবে কাজ করছেন, তা জানতে প্রশান্ত কিশোরের বুদ্ধিতে রাজ্যের মুখ্যমন্ত্রী চালু করেছেন “দিদিকে বলো” কর্মসূচী। যদি কোন কাজে নাগরিক অকারণে হয়রান না হন, সেটাও দেখা হচ্ছে এই কর্মসূচীতে। জেলাস্তরে এই “দিদিকে বলো”-র গুরুত্ব অপরিসীম। সেকারণে এই কর্মসূচীর দায়িত্বপ্রাপ্তকে ‘খুশি’ রাখতে মালদহ জেলায় সংবর্ধনার ঝড় উঠেছে।

didi ke bolo | newsfront.co
নিজস্ব চিত্র

মঙ্গলবার মালদহ জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা মালদহ বিধানসভা কেন্দ্রের অবজারভার বাবলা সরকার আনুষ্ঠানিকভাবে সাংবাদিক সম্মেলন করে মৃণালিনী মন্ডল মাইতিকে মালদহ বিধানসভা কেন্দ্রের “দিদিকে বলো “কর্মসূচির কোঅডিনেটরের দায়িত্ব দিয়েছেন।

আরও পড়ুনঃ ৫০০ জন দুঃস্থদের খাদ্য, মশারী দান এগরার ভূমিপুত্রর

বৃহস্পতিবার পুরাতন মালদহ ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সংবর্ধনা জানান হল মালদহ বিধানসভা কেন্দ্রের “দিদিকে বলো” কর্মসূচির কো- অর্ডিনেটর তথা পুরাতন মালদহ পঞ্চায়েত সমিতির সভাপতি মৃণালিনী মন্ডল মাইতিকে।

এদিন পুরাতন মালদা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতির সভাকক্ষে মৃণালিনী মন্ডল মাইতিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা বার্তা জানানো হয়।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরাতন মালদহ ব্লকের তৃণমূলের মনিটরিং কমিটির কনভেনার জহর ঘোষ, প্রাক্তন সভাপতি সরলা মুর্মু ও বিভিন্ন অঞ্চলের সভাপতি ও কর্মী সমর্থকরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here