কৃতি সম্বর্ধনা

0
59

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ

করোনা মহামারীর প্রকোপে দফায় দফায় লকডাউন চলছে। এত কিছুর মধ্যেও থেমে নেই জীবন। লকডাউনের মধ্যেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল বেরিয়েছে। বুধবার ফালাকাটা ব্লকের জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের সম্বর্ধিত করা হল।

announcement | newsfront.co
নিজস্ব চিত্র

এদিন উপস্থিত ছিলেন, ফালাকাটার বিডিও সুপ্রতীক মজুমদার, ফালাকাটা পঞ্চায়েত সমিতির সভাপতি সুরেশ লালা,জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সন্তোষ বর্মন, জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল সহ বিশিষ্ঠ অতিথিবৃন্দ।

meeting | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গিয়েছে, জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্র ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয় এদিন। এদিন জটেশ্বর উচ্চ বিদ্যালয়, জটেশ্বর উচ্চ বালিকা বিদ্যালয় , ক্ষিরেরকোট উচ্চ বিদ্যালয়ের কৃতি ছাত্র- ছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুনঃ করোনা সচেতনতায় পথ নাটক ঝাড়গ্রামে

জটেশ্বর ২ নং গ্রাম পঞ্চায়েত প্রধান সমরেশ পাল বলেন, “ছাত্র-ছাত্রীরাই হল আগামী দিনের ভবিষ্যৎ। আজকের এই কৃতিরাই হবে আগামী দিনের দেশের সঞ্চালন শক্তি। তাই এই মহামারী পরিস্থিতিতেও তাদের উৎসাহ দিতে সরকারি নিয়ম নীতি মেনে যথা সম্ভব ক্ষুদ্র ভাবে এই উৎসাহদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here