সামাজিক দূরত্ব মেনে সংবর্ধনা সাফাই কর্মীদের

0
49

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার মেদিনীপুর শহরের সাফাই কর্মীদের  বিশেষ সংবর্ধনা দেওয়া হয়।  শহরের কলেজ মোড় এলাকার পঞ্চুর চকে আয়োজিত এক অনুষ্ঠানে শহর পরিচ্ছন্ন রেখে করোনার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া যোদ্ধা হিসেবে বিভিন্ন এলাকায় কর্মরত সাফাইকর্মীদের এদিন সকালে মালা পরিয়ে মিষ্টিমুখ করিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

congratulate to social workers to maintain social distance | newsfront.co
নিজস্ব চিত্র

জানা গেছে, সামাজিক দূরত্ব বজায় রেখে ব্যক্তিগত উদ্যোগে বিশিষ্ট সমাজসেবী  অসীম দাস বর্মন,অর্নব দাস বর্মন, বান্তি দাস বর্মন ও প্রসেনজিৎ চক্রবর্তী পুরসভা এলাকার সাফাই কর্মীদের বিশেষ সম্মান জানানোর আয়োজন করেন।

আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রান তহবিলে অর্থ দান, অন্নছত্র জঙ্গলমহলের শিক্ষক – শিক্ষিকাদের

এদিন মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হল ময়দানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও তারা সংবর্ধনা জানিয়েছেন। সমাজসেবী অসীম বর্মন জানান, করোনা মহামারী থেকে জেলা শহরকে বাঁচাতে সাফাই কর্মীরা সকাল-বিকাল সাফাই কার্য চালিয়ে সমস্ত ওয়ার্ড গুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রেখেছেন।

সেই সঙ্গে জেলার সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা বিভিন্নভাবে সংবাদ প্রচারের মাধ্যমে জেলাবাসীকে সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন। তাই তাদের এই বিশেষ সম্মান দেওয়া হল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here