সজিবুল ইসলাম, মুর্শিদাবাদঃ
ফরিদপুর হাইস্কুলের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক ও বর্তমানে নদীয়ার জানকিনগর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সোহরাব হোসেন। গত ২৮ শে আগস্ট ২০২১ রাজ্য সরকারের পক্ষ থেকে শিক্ষা রত্ন পুরস্কারের জন্য মনোনীত হন তিনি। এই খবর শোনার পর আনন্দে আত্মহারা হয়ে উঠেন নদীয়া জেলার সঙ্গে মুর্শিদাবাদ জেলার শিক্ষা মহল থেকে প্রাক্তন ছাত্র ছাত্রী সহ বর্তমান ছাত্র ছাত্রীরাও।
সোহরাব হোসেন তার প্রথম শিক্ষকতা শুরু করেন মুর্শিদাবাদ জেলার জলঙ্গী ব্লকের ফরিদপুর অঞ্চলের ফরিদপুর হাইস্কুল (উ: মা)। তাই আজ প্রাক্তন ছাত্র ও স্কুলের পক্ষ থেকে শিক্ষারত্ন পাওয়ার জন্য সোহরাব হোসেনকে সংবর্ধনা জানান হয়।
এদিন ফুলের তোড়া ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানান বর্তমান স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেন সহ সহকারী সকল শিক্ষকগণ। প্রাক্তন ছাত্র ছাত্রীরা উপহার সামগ্রী তুলে দেন ফরিদপুরের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক সোহরাব হোসেনকে।
এদিন স্কুলের প্রথম থেকে শেষ সময় পর্যন্ত আলোচনা করেন শিক্ষারত্ন শিক্ষক সোহরাব হোসেন। তিনি বলেন যে, আমি আজ অনেক আনন্দিত ও গর্বিত। আমার সহকর্মী ও ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে যে সংবর্ধনার আয়োজন করা হয়েছে সেটা আমার কাছে অনেক বড়। তিনি সমস্ত শিক্ষকদের উদ্দেশ্য বলেন, শুধু স্কুলে আসলে আর ছাত্র পড়াশোনা করলেই প্রকৃত অর্থে শিক্ষক হওয়া যায় না। তিনি তার স্কুলের বিভিন্ন ঘটনা তুলে ধরেন আজ। উদাহরণস্বরূপ বলেন, যখন দুয়ারে সরকার চলছে, তখন আমরা বসে থাকিনি এই করোনা মহামারীতে দুয়ারে মাদ্রাসা শিক্ষাব্যবস্থা তুলে ধরেছি। এমনকি যে সমস্ত অসহায় পরিবারের ছাত্র ছাত্রীদের অনলাইনে পড়াশুনা করার মত ক্ষমতা নেই তাদেরকে মোবাইল কিনে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে স্কুলের সমস্ত শিক্ষকদের উদ্যোগে।
আরও পড়ুনঃ সোমবার থেকে মুম্বইয়ে খুলছে স্কুলের দরজা
তিনি আরো বলেন যে, এই স্কুলের শিক্ষক থেকে শুরু করে ছাত্র ছাত্রীরা বিশেষ করে বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইকবাল হোসেনকে ধন্যবাদ জানাই। এদিন স্কুলের বেশ কিছু ছাত্রও তাদের স্কুল জীবনের ঘটনা তুলে ধরেন এবং আগামি দিনে যেন শিক্ষক সোহরাব হোসেন জাতীয় স্তরের পুরষ্কার পায় সেই প্রার্থনা করেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584