শ্যামল রায়, নদীয়াঃ
প্রতি মাসের চতুর্থ রবিবারের মতো এ মাসেও কলম সৈনিক সাহিত্য ফোরামের কবি সম্মেলন অনুষ্ঠিত হল। তবে এই মাসের বিশেষ আকর্ষণ হল, কলম সৈনিক সাহিত্য ফোরাম দ্বিতীয় বর্ষ সম্পন্ন করে তৃতীয় বৎসরে পা দিল। এই শুভ জন্মদিনে কর্ণধার কবি দেব দত্ত কেক কাটলেন।

উপস্থিত ছিলেন, শ্রদ্ধেয় শিক্ষক ও নাট্য ব্যক্তিত্ব গৌতম সেনগুপ্ত, কবি কার্তিক আচার্য্য ,ফোরামের সম্পাদক সুমাল্য মৈত্র ,সুনীতা মন্ডল, রাজু স্যান্যাল, সোমা মুখোপাধ্যায়, তৃপ্তি ভট্টাচার্য্য, ইন্দ্রাণী সেনগুপ্ত, অনন্যা দত্ত, মুকুল দেব ঠাকুর, জ্যোতি প্রকাশ রায়, সুমন্ত ভৌমিক, নরেন মিত্র, অলোক ঘোষাল , বিধায়ক ভট্টাচার্য্য, ইপ্সা ঘোষাল, আনন্দ মল্লিক, প্রদীপ বড়াল, গোপাল দাস প্রমুখ।

ফোরামের নিয়ম অনুযায়ী এই দিন নতুন নয়জন কবি- সাহিত্যিকদের সংবর্ধনা দেওয়া হয়৷ পদক ,সম্মাননা পত্র ,ব্যাচ ,উত্তরীয়, ফাইল, রাইটিং প্যাড এবং পেন দিয়ে তাঁদের সম্মান জানানো হয় ।
আরও পড়ুনঃ ফালাকাটা ব্লক তৃণমূলের নতুন সভাপতি সুভাষ রায়
অনেকেই কবিতা পাঠ, গান, আবৃত্তি পরিবেশন করেছেন ৷ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দ্বিশত জন্ম- বার্ষিকী উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করা হয় ৷ সুন্দর এক বর্ণাঢ্য পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584