আটটি সংবাদপত্রে একসঙ্গে বিজেপির জয়ের ‘খবর’ অসমে, কমিশনে অভিযোগ কংগ্রেসের

0
79

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

অসমের আটটি সংবাদপত্রে দেওয়া বিজেপির একটি বিজ্ঞাপনকে ঘিরে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। অভিযোগ, বিজেপির বিজ্ঞাপনটিতে নির্বাচনী বিধিভঙ্গ করা হয়েছে।রবিবার অসমের সব সংবাদপত্রের প্রথম পাতায় বিজেপির পক্ষ থেকে একটি বিজ্ঞাপন দেওয়া হয়, বিজ্ঞাপনে দাবি , শনিবার প্রথম দফার ভোটে বিজেপি উজান অসমের সবকটি আসনেই জিতবে।

election commission of india | newsfront.co

শাসকদলের এই দাবি নির্বাচনী বিধিভঙ্গ করেছে বলে অভিযোগ করেছেন কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা। নির্বাচন কমিশনের কাছে প্রতিবাদ জানিয়ে তাঁর প্রশ্ন ,কেন এই বিজ্ঞাপন দেওয়ার জন্য অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, অসম বিজেপির সভাপতি রঞ্জিত দাস এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হবে না? রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে অপসারণের দাবিও তুলেছে কংগ্রেস।

আরও পড়ুনঃ তামিলনাডুতে ক্ষমতায় এলে কার্যকর হবে না সিএএঃ এমকে স্ট্যালিন

গত ২৬ মার্চ নির্বাচন কমিশন নির্দেশ জারি করে ২৭ মার্চ থেকে ২৯ এপ্রিলের মধ্যে নির্বাচনের ফলাফল সম্পর্কে কোনওরকম ধারণা দেওয়া যাবে না। নির্দেশ অমান্য করলে তা ১৯৫১ সালের রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্টের ১২৬ (এ) ধারা অনুযায়ী অপরাধ বলে বিবেচিত হবে। কংগ্রেসের দাবি, তাদের অভিযোগ নির্বাচন কমিশন গুরুত্ব দিয়ে শুনেছে এবং অসমের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছ থেকে ব্যাখ্যা চেয়েছে।

অসম পুলিশ ‘আদর্শ নির্বাচনী আচরণ’ বিধিভঙ্গের অভিযোগে বিজেপির বিরুদ্ধে দিসপুর থানায় রবিবার রাতে এফআইআর রুজু করেছে। বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা, মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল, রাজ্য বিজেপি সভাপতি রঞ্জিত দাস-সহ আট বিজেপি নেতার নাম রয়েছে এফআইআরে।

আরও পড়ুনঃ ‘সোনার লোভে বামেরা বিশ্বাসঘাতকতা করেছে’, কেরালায় ভোট প্রচারে মোদি

কংগ্রেসের অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি। তাদের দাবি, সব রাজনৈতিক দলই নির্বাচনে জেতার জন্যই লড়াই করে। সব আসনেই জিততে চায়। প্রথম দফায় আমরা সব আসনে জয় নিয়ে আত্মবিশ্বাসী। বিজ্ঞাপনে সেই দাবিই করা হয়েছে মাত্র।সর্বানন্দ সোনওয়ালের বক্তব্য, “কংগ্রেসের অভিযোগের কোনও ভিত্তি নেই।” আদর্শ নির্বাচনী বিধি প্রসঙ্গে কোন মন্তব্য করেনি বিজেপি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here