ওয়েবডেস্ক, নিউজফ্রন্টঃ
পার্লামেন্টের বাইরে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর বক্তব্য ঘিরে আজ সংসদে অশ্রাব্য গালিগালাজ থেকে হাতাহাতিতে জড়িয়ে পড়লো কংগ্রেস বিজেপির সাংসদরা।
আরও পড়ুনঃ অধীর চৌধুরীকে ‘ফিট ইন্ডিয়ার’ প্রচারক বলে টোন কাটলেন মোদি, ছাড়লেন না রাহুলকেও
সম্প্রতি রাহুল গান্ধী বেকারত্ব ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বলেন যে, আগামী ছয় মাসের মধ্যে বেকাররা প্রধানমন্ত্রীর পিঠে ডান্ডা মারবেন। এই ইস্যুতে গতকাল সংসদে পালটা জবাব দেন প্রধানমন্ত্রীও। তিনি জানান যে, সূর্যপ্রণাম করে তিনি নিজের পিঠ এতো শক্ত করবেন যাতে হাজার ডান্ডা খেলেও কিছু হবে না। নাম না করে গতকাল কংগ্রেস সাংসদকে টিউবলাইট বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী।
Lok Sabha adjourned till 1 pm after uproar over Rahul Gandhi's earlier statement 'Ye jo Narendra Modi bhashan de raha hai, 6 mahine baad ye ghar se bahar nahi nikal payega. Hindustan ke yuva isko aisa danda marenge'. pic.twitter.com/ewuWBaPKKW
— ANI (@ANI) February 7, 2020
আরও পড়ুনঃ ১১ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল সবাইকে চমকে দেবে, দৃঢ়প্রতিজ্ঞ অমিত
এদিন কংগ্রেস লোকসভায় রাহুলের এই মন্তব্যের সমালোচনা করে বলতে ওঠেন কেন্দ্রীয় মন্ত্রী হর্ষবর্ধন। তখন বিরোধী দলনেতা অধীর চৌধুরী তার প্রতিবাদ করে বলেন, সংসদের বাইরের বক্তব্য নিয়ে এখানে আলোচনা করা যাবে না।
কিন্তু হর্ষবর্ধন তাঁর বক্তব্য চালিয়ে যান। সেইসময় কংগ্রেস সাংসদ মানিকম টেগোর ও হিবি ইডেন নিজেদের আসন থেকে উঠে বক্তব্যরত হর্ষবর্ধনের দিকে কার্যত তেড়ে আসেন। সেইসময় বিজেপি সাংসদ ব্রিজভূষণ সরণ সিং মানিকমকে ধাক্কা মেরে সরিয়ে দেন।
আরেক কেন্দ্রীয়মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে কংগ্রেস সাংসদদের অশ্রাব্য গালিগালাজ করতে থাকেন। হাতাহাতি বেধে যায় দু’পক্ষের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেই অধ্যক্ষ দুপুর পর্যন্ত অধিবেশন মুলতুবি করে দেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584