মুখোমুখি বাম – কংগ্রেস, আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত

0
96

উজ্জ্বল দত্ত, কলকাতাঃ

রবিবার তৃণমূল-বিজেপি বিরোধী ধর্মনিরপেক্ষ জোটের আসন সমঝোতা নিয়ে মুখোমুখি বৈঠকে বসছে বাম ও কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। এই বৈঠকে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী সহ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান, নেপাল মাহাতো উপস্থিত থাকবেন বলে জানা গেছে। এর আগেও একবার আব্দুল মান্নান ও প্রদীপ ভট্টাচার্যরা বিমান বসুদের সঙ্গে একই বিষয়ে আলোচনায় বসেছিলেন। কিন্তু রবিবারের বৈঠকে বিমান বসু, সূর্যকান্ত মিশ্রের মত বাম শিবিরের শীর্ষ নেতাদের বসার কথা।

flags | newsfront.co
প্রতীকী চিত্র

আরও পড়ুনঃ ভুয়ো বিল! রোগীর পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ স্বাস্থ্য কমিশনের

অনুমান করা হচ্ছে এদিনের বৈঠকে একটি সুফল জোটের আবহাওয়া পরিবেশ সৃষ্টি হবে। শুক্রবার রাতে অধীর চৌধুরীর সঙ্গে সূর্যকান্ত মিশ্রের ফোনে এই বৈঠকের কথা চূড়ান্ত হয়। অন্যদিকে জানা গেছে, বিভিন্ন জেলা সভাপতিদের কাছ থেকে পাওয়া প্রাথমিক হিসেব অনুযায়ী কংগ্রেস দল প্রায় দেড়শো আসনে লড়াই করার কথা বৈঠকে প্রস্তাব রাখতে পারেন অধীর চৌধুরী।

অন্যদিকে এই কমিটির সদস্য ও কংগ্রেসের রাজ্যসভার সাংসদ প্রদীপ ভট্টাচার্য বলেছেন,’কম আসন নিয়ে তার মধ্যে বেশি সিট জেতার থিওরি বিশ্বাস করে কংগ্রেস। কংগ্রেস চায়, বামেদের সঙ্গে সুষ্ঠ আসন ভাগাভাগি করে নবান্ন দখল করতে।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here