“স্লেজগাড়ি চালাচ্ছেন সান্টা, পেট্রোলের দাম দেওয়ার প্রয়োজন নেই”, ক্রিসমাসেও কেন্দ্রকে বিঁধল কংগ্রেস

0
61

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

সারা দেশবাসী আজ মেতে উঠেছে বড়দিনের উৎসবে। আর বড়দিন মানেই শুরু হয় একপ্রকার নতুন বছরের কাউন্ট ডাউন। ক্রিসমাস খ্রিস্টান সম্প্রদায়ের উৎসব হলেও এই উৎসবের আবহে মেতে ওঠে সব ধর্মাবলম্বী মানুষেরাই। এই আবহে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে শুরু করে মুখ্যমন্ত্রীও। তবে এদিনও মোদি সরকারকে কটাক্ষ করা থেকে বিরত থাকল না কংগ্রেস।

congress on christmas
ছবি সৌজন্যেঃ টুইটার

আজ কিছুটা এমনই দৃশ্যের দেখা মিলল টুইটারে। সান্টা ক্লজ স্লেজগাড়ি চালাচ্ছেন এরম একটি ছবি টুইট করে পেট্রপন্যের মূল্যবৃদ্ধির উদ্দেশ্যে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুলল কংগ্রেস। তবে একটিই নয়, আজ এমন একাধিক টুইট করা হয়েছে কংগ্রেস তরফে।

টুইটার ওই ছবি পোস্ট করে লেখা হয়েছে, “ধন্যবাদ ঈশ্বরকে, স্লেজগাড়ি চালাচ্ছেন সান্টা, পেট্রোলের দাম দেওয়ার প্রয়োজন নেই।” অপর আরেকটি টুইটে কংগ্রেস ‘জিঙ্গল বেল’ কবিতা অনুসরণে লেখা, ”জিঙ্গল বেলস জিঙ্গল বেলস.. জিঙ্গল অল দ্য ওয়ে.. আহা কী আনন্দের কেনাকাটা.. নিজের সমস্ত জমানো শেষ না করে।” এখানেও বোধয় মূল্যবৃদ্ধির অভিযোগ ব্যাখ্যা করতে চাওয়া হয়েছে বলে মনে করছেন অনেকেই।

এরমধ্যে একটি পোস্টে সরাসরি আক্রমণ করা হয়েছে প্রধানমন্ত্রীকেও। সেই পোস্টে লেখা, ”সান্টা ক্লজ সকলের প্রার্থনা শোনে। কেননা মোদিজি কেবল তাঁর ‘মন কি বাত’ শোনে।”

আরও পড়ুনঃ বড়দিনে দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, কোভিড প্রোটোকল মেনে উৎসব পালনের বার্তা মমতার

এর আগেও কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে কেন্দ্রকে আক্রমণ করেছেন মূল্যবৃদ্ধি সহ বিভিন্ন ইস্যুতে। এবারও কিছুটা তারই প্রতিফলন দেখা গেল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here