ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
শনিবার ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে রাজ্যে সাম্প্রদায়িকতার উস্কানি দিয়ে হিংসা ছড়িয়ে শত্রুতা বাড়ানোর অভিযোগ এনে তাঁকে গ্রেফতারের দাবিতে সরব হল ত্রিপুরা রাজ্য কংগ্রেস।
শনিবার এক সংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি প্রদ্যোত কিশোর মাণিক্য দেববর্মণ এর বিরুদ্ধে রাজ্যে সাম্প্রদায়িক অশান্তি ছড়ানোর অভিযোগ এনেছেন ত্রিপুরার রাজ্য কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট পীযূষকান্তি বিশ্বাস।পীযূষকান্তি বিশ্বাস আরও অভিযোগ করেন বিপ্লব দেব কংগ্রেসের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে রাজ্যে শান্তি বিঘ্নিত ঘটাচ্ছেন।
মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে ত্রিপুরা কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ত্রিপুরা কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ আনা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস সূত্রে খবর, ত্রিপুরা হাইকোর্টের প্রবীন আইনজীবী বিশ্বাসের কথায়, “রাজ্যের বিভিন্ন গোষ্ঠী, ভাষাভাষী এবং ধর্মের মানুষের মধ্যে শত্রুতা বাড়াতে চাইছেন মুখ্যমন্ত্রী,আমাদের দল মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অভিযোগ জানিয়েছে।আমরা চাইছি অবিলম্বে বিপ্লব দেবকে গ্রেফতার করা হোক।”
আরও পড়ুনঃ কোচবিহারের প্রশাসনিক আধিকারিকদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুললেন মুকুল
তিনি আরও জানান,”শব্দের যথার্থ মানে না জেনেই ত্রিপুরা কংগ্রেসকে ‘দেশদ্রোহী’ দলের তকমা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী।জনসভা,সমাবেশে আমজনতাকে ভয় দেখানো হচ্ছে,আসন্ন লোকসভায় বিজেপি হেরে গেলে রাজ্যের মানুষ যে সমস্ত ভর্তুকি পেতেন,তা আর পাবেন না।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584