উজ্জ্বল দত্ত, কলকাতাঃ
কংগ্রেসের সোমেনপন্থী ও অধীরপন্থীদের মধ্যে গোষ্ঠী কোন্দলে ধুন্ধুমার বিধানভবন। শুক্রবার এরকম ঘটনার কথা জানাগেছে। এদিন অধীরপন্থী বনাম সোমেনপন্থীদের মধ্যে গন্ডগোল চরমে পৌঁছায়। এদিন দুপুরে কংগ্রেসের এআইসিসি সম্পাদক ও এ রাজ্যের দায়িত্বপ্রাপ্ত জিতেন প্রসাদের বৈঠক ছিল।
সেই বৈঠক চলাকালীনই ঝামেলা শুরু হয়। এই সময়ে কংগ্রেসের এক গোষ্ঠীর লোকজন বিধানভবনে ঢুকে পড়েন। এরপরই রণক্ষেত্রে পরিণত হয় বিধানভবন। বৃহস্পতিবার কলকাতায় এসেছেন জিতেন প্রসাদ । রাজ্যের জন্য মনোনিত হয়েছেন তিনি।
আরও পড়ুনঃ দলত্যাগ! শুভেন্দু অনুগামী মেদিনীপুর পুরসভার প্রাক্তন পৌর প্রধান প্রণব বসু’র
এ দিন তিনি যখন বৈঠক করছিলেন সেই সময়ে সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রের অনুগামীরা দরজা ঠেলে ঢুকে আসেন এবং সোমেন মিত্র জিন্দাবাদ এবং প্রদেশ কংগ্রেস জিন্দাবাদ স্লোগান তুলতে থাকেন। ঘটনায় বিধানভবনে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়।
আরও পড়ুনঃ উত্তর ২৪ পরগনাতেও ধস তৃণমূলে, বিজেপিতে যোগ দিচ্ছেন জেলা পরিষদ সদস্য
তাঁদের সময় পেরিয়ে গেলেও কেন তাঁদের ঢুকতে দেওয়া হচ্ছে না ইত্যাদি একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এরপর এই দলের দিকে তেড়ে আসেন অধীরপন্থীরা। দুই দলের মধ্যে ধুন্ধুমার বেঁধে যায়। জিতেন প্রসাদ বৈঠক ছেড়ে বেরিয়ে চলে যান। সবমিলিয়ে চূড়ান্ত অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বিধানভবনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584