কংগ্রেসকে গরুর গাড়ির হেড লাইট আর সিপিএমকে সাইনবোর্ড বলে উল্লেখ শুভেন্দুর

0
140

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

congress is headlight of cart
নিজস্ব চিত্র

এই রাজ্যে কংগ্রেস গরুর গাড়ির হেডলাইট আর বামেরা সাইনবোর্ড হয়ে গেছে তাই সাম্প্রদায়িক বিজেপিকে কোনমতেই ভোট না দিয়ে তৃণমূলকেই ভোট দেবেন।শুক্রবার রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃনমূল কংগ্রেস প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালের সমর্থনে হেমতাবাদে বিশাল নির্বাচনী জনসভায় রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথাগুলি বলেন।

congress is headlight of cart
নিজস্ব চিত্র
congress is headlight of cart
নিজস্ব চিত্র

শুভেন্দুর জনসভায় হেমতাবাদের মানুষের বাড়তি পাওনা হিন্দি সিনেমার নায়ক আফতাব সিনদাসানিকে দেখতে পেলেন।শুক্রবারের হেমতাবাদের হাইস্কুল মাঠে তৃনমূল কংগ্রেসের নির্বাচনী জনসভায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। নির্বাচনী জনসভায় রাজ্যের পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী ও হিন্দী সিনেমার নায়ক আফতাব সিনদাসানি ছাড়াও উপস্থিত ছিলেন তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি অমল আচার্য, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের প্রার্থী কানাইয়ালাল আগরওয়াল।

আরও পড়ুনঃ তমলুকে বিরোধীদের পাঁচ লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ শুভেন্দুর

congress is headlight of cart
নিজস্ব চিত্র

নির্বাচনী জনসভায় বক্তব্যে শুভেন্দু অধিকারী বলেন, এখানকার বিগত দিনের সিপিএম বা কংগ্রেসের সাংসদ জয়ী হয়ে রায়গঞ্জের কোনও উন্নয়ন করেননি। তারা ভোটের সময় আসেন আর ভোট চলে গেলেই দিল্লি কলকাতা চলে যান।এরাজ্যে কংগ্রেস গোরুর গাড়ির হেডলাইট আর সিপিএম সাইনবোর্ড হয়ে গিয়েছে। বিজেপি একটা সাম্প্রদায়িক দল। এদের কাউকেই ভোট দেবেননা।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এরাজ্যের প্রতিটি জেলায় যেভাবে উন্নয়ন করেছেন সেই উন্নয়ন দেখেই মানুষ এবার তৃনমূল কংগ্রেসকে ভোট দেবেন।

এর পাশাপাশি বলিউডের নায়ক আফতাব সিনদাসানি জনসভায় উপস্থিত জনতার উদ্দেশ্যে শুভেচ্ছা জানিয়ে তৃনমূল প্রার্থী কানাইয়ালাল আগরওয়ালকে জয়ী করার জন্য আবেদন করেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here