নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
বিধান পরিষদের অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনা চলাকালীন নিশ্চিন্তে মোবাইল ফোনে অশ্লীল ভিডিও ক্লিপ ব্রাউজ করে চলেছেন এক সদস্য। এমনই অভিযোগ উঠল কর্নাটক বিধান পরিষদের কংগ্রেস সদস্য প্রকাশ রাঠোরের বিরুদ্ধে। এই ঘটনায় চরম অস্বস্তিতে কংগ্রেস।
যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত কংগ্রেস সদস্য। কন্নর চ্যানেলে সেই ভিডিও ক্লিপ সম্প্রচারিত হতেই তা ভাইরাল হয়ে যায়। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, বিধান পরিষদে নিজের আসনে বসে মোবাইলে অশ্লীল ক্লিপ ব্রাউজ করে চলেছেন প্রকাশ রাঠোর।
সংবাদ মাধ্যমে অভিযুক্ত রাঠোর জানিয়েছেন, তাঁর মোবাইল স্টোরেজ ভর্তি হয়ে গিয়েছিল। ফলে অবাঞ্ছিত ভিডিও মুছতেই ব্রাউজ করছিলেন তিনি।
আরও পড়ুনঃ কৃষক বিক্ষোভের জের, হরিয়ানার ১৭ জেলায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
প্রকাশ রাঠোরের কথায়, ‘বিধান পরিষদে আলোচনায় অংশ নিতে আমি কয়েকটি তথ্য খুঁজছিলাম। তখনই দেখি আমার মোবাইল স্টোরেজ ভর্তি হয়ে রয়েছে। তাই অনেক ক্লিপ ব্রাউজ করে বাতিল করছিলাম। সেটাই ভিডিওতে দেখা গিয়েছে।’
আরও পড়ুনঃ দিল্লিতে বিস্ফোরণ, ‘জঙ্গি হামলা’ দাবী ইজরায়েল সরকারের
তবে এই প্রথম নয়, ২০১২ সালে ফেব্রুয়ারিতে কর্নাটক এই ধরনের ঘটনার সাক্ষী হয়েছে। সেই সময় রাজ্যের তিন মন্ত্রী অধিবেশন চলাকালীন স্মার্ট ফোনে অশ্লীল ভিডিও দেখতে গিয়ে ধরা পড়েছিলেন। ঘটনার পরই অভিযুক্ত লক্ষ্মী সাভাদি, সি সি পাটিল ও কৃষ্ণ পালেমার তাঁদের ইস্তফাপত্র জমা করেন। এঁরা প্রত্যেকেই ছিলেন সেই সময় কর্নাটকের শাসক দল বিজেপির বিধায়ক।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584