আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাজীব ত্যাগী

0
129

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

আচমকাই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র রাজীব ত্যাগী। টিভি চ্যানেলে বিতর্কে প্রায়শই অংশ নিতেন তিনি। আজ বিকেলেও বেঙ্গালুরু দাঙ্গা নিয়ে টিভিতে বিতর্কে অংশ নিয়েছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র। কিন্তু তারপরেই আচমকা তাঁর বড়সড় হার্ট অ্যাটাক হয়। এতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন এই প্রৌঢ় রাজনীতিবিদ। রাজীবের প্রয়াণে শোকপ্রকাশ করেছে কংগ্রেস।

Rajiv Tyagi | newsfront.co
রাজীব ত্যাগী। ছবিঃ এএনআই

টুইটারে কংগ্রেসের তরফে বলা হয়েছে, “রাজীব ত্যাগীর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এক বিশ্বস্ত কংগ্রেস নেতা ছিলেন উনি। ওঁর পরিবারের প্রতি সমবেদনা জানাই”। কংগ্রেস মুখপাত্র জয়বীর শেরগিল বলেছেন, “রাজীব ত্যাগীর প্রয়াণে খুব ভেঙে পড়েছি। স্তম্ভিত হয়ে গিয়েছি আমার প্রিয় বন্ধু-সহকর্মীকে হারিয়ে। পরিবারের এক সদস্যকে হারালাম। এক বন্ধু, ভাল মানুষকে হারালাম…”।

আরও পড়ুনঃ এবার করোনা আক্রান্ত কেন্দ্রীয় আয়ুশ মন্ত্রী শ্রীপদ নাইক

উত্তরপ্রদেশের গাজিয়াবাদের নিবাসী রাজীব ত্যাগী ছিলেন কংগ্রেসের জাতীয় মুখপাত্র। একই সঙ্গে উত্তর প্রদেশে দলের মিডিয়ার দায়িত্বে ছিলেন রাজীব ত্যাগী। প্রিয়াঙ্কা গান্ধীর পছন্দের এই নেতা নিজের সাবলীল বক্তব্যের মাধ্যমে সুচারু ভাবে দলের কথা সবার কাছে তুলে ধরতেন। রাজীব ত্যাগীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজনীতিবিদরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here