শিখ বিরোধী দাঙ্গায় কংগ্রেস নেতা সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ড

0
122

ওয়েবডেস্কঃ

চুরাশির শিখ বিরোধী দাঙ্গায় কংগ্রেস নেতা সজ্জন কুমারের যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করল দিল্লি হাইকোর্ট।

ছবি সৌজন্যে-https://twitter.com/thewire_in/status/1074569887337639936?s=19

নিম্ন আদালত তাকে নির্দোষ বলে মুক্তি দিলেও আজ সোমবার দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলীধর ও ভিনোদ গোয়েলের বেঞ্চ নিম্ন আদালতের  রায়কে বদলে দিয়ে এই আদেশ দেন। তাঁকে ২০১৮ এর ৩১ শে ডিসেম্বরের মধ্যে সারেন্ডার করার নির্দেশও দেয় কোর্ট।

রায়ের কপির একাংশ

এনডিটিভি’র রিপোর্ট অনুযায়ী কোর্ট জোর দিয়ে বলে , ” অপরাধী রাজনৈতিক পৃষ্ঠপোষকতা পেয়েছে”। এই কেসের সঙ্গে একই পরিবারের পাঁচ শিখ সদস্য- কেহার সিং,গুরপ্রীত সিং, রঘুবেন্দর সিং, নরেন্দর পাল সিং, কুলদীপ সিংয়ের মৃত্যুর সম্পর্ক আছে। এরা প্রত্যেকেই দিল্লির ক্যান্টনমেন্ট এলাকায় বসবাস করতেন। এদের পাঁচ জনকেই ১৯৮৪ সালের ৩১শে অক্টোবর ইন্দিরা গান্ধীর হত্যার পর সংঘটিত দাঙ্গায় হত্যা করা হয়।

উল্লেখ্য, ১৯৯৪ সালে দিল্লি পুলিশ মামলা বন্ধ করে দেয়। কিন্তু নানাবতী কমিশনের রিপোর্টের ভিত্তিতে ২০০৫ সালে  পুণরায় মামলা দায়ের করা হয়। ২০১৩ সালে আদালত এই মামলায় বলবেন খোকর, গিরীধারী লাল প্রমুখদের দোষী সাব্যস্ত করলেও উপযুক্ত প্রমাণের অভাবে সজ্জন কুমার মুক্তি পায়।পরে তাদের পরিবার দিল্লি হাইকোর্টে আবেদন করে। সেই মামলারই আজ রায় ঘোষণা হল।

(ফিচার ছবি-https://twitter.com/PaperDabba/status/1074576421618499589?s=19)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here