নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
কান্দি ব্লক কংগ্রেসের আয়োজনে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে মহামিছিলের পর জনসভা হয় কান্দির থানা এলাকায়। এদিন মুর্শিদাবাদের রবিনহুডের জনসভায় বিশাল জনসমুদ্র লক্ষ্য করা যায়। জনসভায় তৃণমূল কংগ্রেস এবং বিজেপিকে পদে পদে কটাক্ষ করেন অধীর। মুর্শিদাবাদ থেকে তল্পিতল্পা গুটাতে হবে তৃণমূলকে কারণ এটা কংগ্রেসের গড় বলে দাবী করেন তিনি।
অধীর বাবু বলেন, “সাম্প্রদায়িক রাজনীতিকে প্রশ্রয় দেয়না কান্দির মানুষ। দিদি এখন ফোনে, হোয়াটস অ্যাপে, প্রশান্ত কিশোরের পকেটে থাকেন। ‘দিদিকে বলো’ নামটা ঠিক খেলল না তাই বারংবার তার নাম বদলানো হল। কিন্তু কোনটাই ধোপে টিকছে না। স্বাস্থ্য বীমা নিয়ে নানান স্কিম করার পরও সাধারণ মানুষ তার কোনো সুবিধেই পাচ্ছে না। অপরদিকে, মোদিজী করোনা তাড়ানোর জন্য থালা বাজানো, আলো জ্বালানো কিছু করতেই পিছুপা হলেন না শেষে ভ্যাকসিনের কথা বললেন। করোনায় লকডাউন করে সর্বনাশ হল ভারতবাসীর। কেউ ঘর হারালো, লক্ষ লক্ষ জন কাজ হারালো, লক্ষাধিক মানুষ জীবনের ঝুঁকি নিয়ে বাড়ি ফিরলো। সমস্যায় জর্জরিত সাধারণ মানুষ। খাদ্য সুরক্ষা আইন যা ইন্দিরা গান্ধী করে গিয়েছিলেন তা তো লাঘু হয়না, উপরন্তু বর্তমান কৃষক সমাজ আজ আন্দোলন, বিক্ষোভে শামিল হয়েছেন।
আরও পড়ুনঃ ‘সুন্দর এবং দেখার মতো এক দৃশ্য’- উনিশের মার্কিন কটাক্ষ একুশে ফিরিয়ে দিল চিন
প্রতি বছর ভারত সরকার ২৩ টি ফসলের উপর সহায়ক মূল্য নির্ধারণ করে। এ বছর ধানের ন্যূনতম সহায়ক মূল্য ১৮৮৮ টাকা প্রতি কুইন্টাল ধার্য করা হয়েছে। যেখানে ছত্তিশগড়ে কংগ্রেস পরিচালিত সরকার এই দামের উপর বোনাস সহযোগে ২৫০০ টাকা করে কৃষকদের হাতে তুলে দিচ্ছে। বাংলায় লুঠ রাহাজানি ছাড়া কিছু হয়না।
ভারতবর্ষকে ধোঁকা দিচ্ছে মোদি আর বাংলাকে ধোঁকা দিচ্ছে দিদি।” জগৎকে দেখতে হলে কান দিয়ে দেখবেন না, চোখ ও অভিজ্ঞতা দিয়ে দেখুন এমনই মন্তব্য করেন তিনি। দিদি কেবল মুসলমানদের মসীহা হয়ে থাকতে চায়৷ তাদের ভোট পেয়ে ভোট ব্যাঙ্ক বাড়াতে চায়। কখনো বেকায়দায় পড়লে হিন্দুদের উৎসবে মানুষের টাকা লুঠে তাদেরই চাঁদা দিয়ে মন কিনতে চায়। বাংলায় কংগ্রেস ও বামফ্রন্টকে ধ্বংশ করে বিজেপির জন্য রাস্তা খুলে দিয়েছে তৃণমূল। তবে ভোট হবে, ফের মুর্শিদাবাদে কংগ্রেসের রাজ হবে এমনই জোড় গলায় মন্তব্য করেন অধীর রঞ্জন চৌধুরী।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584