সবং-এ প্রণব-সোমেন স্মরণ

0
91

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

prayer | newsfront.co
স্মরণ সভা ৷ নিজস্ব চিত্র

এবার একই সাথে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্রের স্মরণ সভার আয়োজন করল জাতীয় কংগ্রেস নেতৃত্ব ৷রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ৭ নং অঞ্চল জাতীয় কংগ্রেস কার্যালয়ে বাংলার রত্ন,ভারতরত্ন প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি তথা বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রদেশ কংগ্রেসের সভাপতি প্রয়াত সৌমেন মিত্রের স্মরণ সভা অনুষ্ঠিত হয় । এই দিন প্রয়াত রাষ্ট্রপতি ও প্রদেশ কংগ্রেসের সভাপতির প্রতীকী ছবিতে মাল্যদান ও পুষ্প অর্পণের মধ্য দিয়ে দুই জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করল কংগ্রেস নেতৃত্ব ৷

আরও পড়ুনঃ তমলুকের যুবক রেকর্ড গড়ল পুশ আপে

এই দিন এই স্মরণসভায় উপস্থিত ছিলেন জাতীয় সবং ব্লক কংগ্রেসের সভাপতি বিজয়কৃষ্ণ বেরা,যুব সভাপতি আভিজিত আদক,জেলা কংগ্রেসের চিরঞ্জীব ভৌমিক,সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আবদুল সাত্তার,ব্লক কংগ্রেসের সাধারণ সম্পাদক বিভাস সাঁতরা,৭নং অঞ্চল এর কংগ্রেসের উপপ্রধান খুকুমনি দাস বেরা, অঞ্চল কংগ্রেস সভাপতি হরেকৃষ্ণ ধারা সহ একাধিক কংগ্রেস নেতৃত্ব, এইদিন বক্তব্য রাখতে গিয়ে একাধিক কংগ্রেস নেতা প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় ও প্রদেশ কংগ্রেসের সভাপতি সৌমেন মিত্রর একাধিক কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here