নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
ইসলামপুর উর্দু একাডেমিতে কোভিড হাসপাতালের অব্যবস্থা নিয়ে সরব হল ইসলামপুর ব্লক কংগ্রেস। কোভিড হাসপাতালের শৌচাগার ও শোবার জায়গা অস্বাস্থ্যকর ভাবে করা হয়েছে বলে অভিযোগ তুলেছে কংগ্রেস নেতৃত্ব। ওই নোংরা পরিবেশে বাধ্য হয়ে আক্রান্তদের থাকতে হচ্ছে।
সেখানে ভালো খাবারের বন্দোবস্ত নেই, এমনকি নিয়মিত ওই হাসপাতাল স্যানিটাইজ করা হচ্ছে না বলেও অভিযোগ। সংশ্লিষ্ট বিষয়গুলোকে সামনে রেখে তিন দফা দাবিতে সরব হয়ে, ইসলামপুরের মহকুমা শাসক অলংকৃতা পান্ডেকে সোমবার স্মারকলিপি দিল ইসলামপুর ব্লক কংগ্রেস কমিটি।
আরও পড়ুনঃ নারী নির্যাতনের প্রতিবাদে পথ অবরোধ করে বিক্ষোভ বিজেপি মহিলা মোর্চার
কমিটির সভাপতি হাজী মোজাফফর হোসেন জানান, “অবিলম্বে হাসপাতালে দিনে দু’বার স্যানিটাইজ করতে হবে। রোগীদের সঠিকভাবে ওষুধ ও খাবার সরবরাহ করতে হবে এবং রোগীর যেন কোন অসুবিধা না হয় সেদিকে নজর রাখতে হবে।
শৌচাগার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে এবং স্বাস্থ্য কর্মীদের জন্য যথাযথ মাস্ক, হ্যান্ড গ্লাভস ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করতে হবে।” অবিলম্বে তাদের দাবি পূরণ করা না হলে তারা বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলেও দলের পক্ষ থেকে জানানো হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584