নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
‘‘বিহারে পর্যাপ্ত পরিমাণে কর্মসংস্থান নেই, সুযোগসুবিধাও নেই। এটা আপনাদের ভুল নয়। এটা আপনাদের মুখ্যমন্ত্রীও প্রধানমন্ত্রীর গাফিলতি” বিহারে ভোটযুদ্ধের প্রথম দিনই প্রচারে নেমে এ ভাষাতেই একযোগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও নীতীশ কুমারকে আক্রমণ করলেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
পশ্চিম চম্পারণ জেলায় ভোটপ্রচারে এদিন সোনিয়া-পুত্র আরও বলেছেন, ‘‘এখন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলছেন না যে তিনি ২ কোটি চাকরি দেবেন। কারণ, বিহারবাসী বুঝতে পেরেছেন, তিনি মিথ্যা কথা বলেছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে, আজ যদি প্রধানমন্ত্রী যুবকদের ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দেন, তবে জনতা চিৎকার করে বলবে উনি মিথ্যা কথা বলছেন।“
আরও পড়ুনঃ আরোগ্যসেতু অ্যাপ বিষয়ে অস্বচ্ছ তথ্য! শোকজ এনআইসি’র মুখ্য জনসংযোগ আধিকারিক
এখানেই থামেননি রাগা। এদিন মোদীকে নিশানা করে রাহুল গান্ধী আরও বলেছেন, ‘‘কংগ্রেসই দেশকে দিশা দেখিয়েছিল। আমরা মনরেগা দিয়েছিলাম, কৃষকদের ঋণ মকুব করেছিলাম। আমরা জানি, কীভাবে দেশ চালাতে হয়, কীভাবে কৃষকদের পাশে দাঁড়াতে হয়, কীভাবে কর্মসংস্থান করতে হয়। কিন্তু হ্যাঁ, এর মধ্যে আমাদের একটা ঘাটতি ছিল। আমরা জানি না, কীভাবে মিথ্যা কথা বলতে হয়। মিথ্যা কথা বলায় মোদীর সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে পারব না।“
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584