তন্ময় মণ্ডল, কলকাতাঃ
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে প্রতিদিন একাধিক বিক্ষোভ মিছিল চলছে কলকাতাতে। আজ দশ দিন হল রানী রাসমণি রোডে তৃণমূল ছাত্র পরিষদের ধর্না চলছে এই এনআরসি সিএএ ও এনপিআর-এর বিরুদ্ধে।
এমনকি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নাগরিকত্ব আইনের তীব্র বিরোধিতা করে চলেছেন। তৃণমূলের পর এবার এই এন আরসি সিএএ এনপিআর- এর বিরুদ্ধে প্রতিবাদে অনশনে বসলো কংগ্রেস দল।
আজ দুপুরে নোনা পুকুর ট্রাম ডিপোর সামনে ৪৮ ঘন্টার অনশনে বসলো পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস। তারা এই অনশনের নাম দিয়েছে “অনশন সত্যাগ্রহ”।
তাদের দাবি এই দেশ বিরোধী জাতপাত বিভাজনের নাগরিকত্ব আইন চলবে না। এই অনশনে যোগদান করেছেন কংগ্রেস নেতা রোহন মিত্র।
আরও পড়ুনঃ বাড়ি ঢুকে গৃহশিক্ষককে নিগ্রহ, অভিযোগের আঙুল অভিভাবকদের দিকে
কয়েকদিন আগেই প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদাম্বরম কলকাতায় আসছিলেন কংগ্রেসের কর্মী সমর্থকদের নাগরিকত্ব আইন সম্পর্কে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। ঠিক তার পরে আজ কংগ্রেসের অনশনে বসা। তাই বোঝা যাচ্ছে যে তিনি কংগ্রেস কর্মী সমর্থকদের ভালোভাবে বুঝিয়ে গেছেন কিভাবে লড়াই চালিয়ে যেতে হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584