রণগ্রাম ব্রিজ বন্ধ নিয়ে কান্দিতে কংগ্রেসের বিক্ষোভ- মিছিল

0
69

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদঃ

দুর্গা পুজোর আগে ফের বন্ধ করা হল রণগ্রাম ব্রিজ। রণগ্রাম ব্রিজ কার স্বার্থে বন্ধ করা হল? এই দাবি নিয়ে মঙ্গলবার সকালে কান্দিতে পথে নামল কান্দি মহকুমা কংগ্রেস।

rally | newsfront.co
বিক্ষোভ ৷ নিজস্ব চিত্র

এইদিন কান্দি পাখমাড়া ডোব থেকে কান্দি মহকুমা শাসক অফিস পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল করা হয়। পাশাপাশি কান্দি মহকুমা শাসক রবি আগরওয়ালের কাছে লিখিত স্মারকলিপি ও জমা দেওয়া হয়।

people | newsfront.co
ধস্তাধস্তি ৷ নিজস্ব চিত্র

কান্দি মহকুমা শাসক অফিসে স্মারকলিপি প্রদান করতে গেলে পুলিশ কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয়। অবিলম্বে রণগ্রাম ব্রিজ চালু করার দাবিতে এই আন্দোলন করা হয়।

আরও পড়ুনঃ করোনা আবহে পুজোয় ভাটা, দুশ্চিন্তায় মৃৎশিল্পীরা

উপস্থিত ছিলেন কান্দি বিধায়ক সফিউল আলম খান, ভরতপুরের বিধায়ক কমলেশ চ্যাটার্জি ও মুর্শিদাবাদ জেলা যুব কংগ্রেস সভাপতি নরোত্তম সিংহ সহ স্থানীয় কংগ্রেস নেতৃত্বরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here