নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বহরমপুরের মুর্শিদাবাদ জেলা কংগ্রেস কার্যালয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে কংগ্রেসের পক্ষ থেকে কোনো প্রার্থী দেওয়া হচ্ছে না।
সাংবাদিক বৈঠকে এদিন অধীর রঞ্জন চৌধুরী জানান, প্রদেশ কংগ্রেসের নেতৃত্বদের নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী একটি বৈঠক করেন সেই বৈঠকে প্রদেশ কংগ্রেস নেতৃত্বদের ভিন্নমত ছিল ভবানীপুর উপনির্বাচনে কংগ্রেসের প্রার্থী দেওয়া নিয়ে, সেইসব মত জাতীয় কংগ্রেস নেতৃত্বকে অধীর রঞ্জন চৌধুরী জানানোর পর জাতীয় কংগ্রেস নেতৃত্ব তাকে নির্দেশ দেন ভবানীপুর বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী না দেবার জন্য।
আরও পড়ুনঃ হাইকোর্টের রায়ে স্বস্তি পেয়েছিলেন শুভেন্দু, সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে রাজ্য
অধীর চৌধুরী এদিন সাংবাদিক বৈঠকে খোলসা করে বলেন, যদি ভবানীপুর বিধানসভা উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাতীয় কংগ্রেস কোনো প্রার্থী ঘোষণা করে তাহলে সাম্প্রদায়িক বিজেপির অনেকটা সুবিধা হবে, কংগ্রেস কোনভাবেই বিজেপির সুবিধা করবে না। আর তাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে প্রার্থী ঘোষণা করছে না কংগ্রেস নেতৃত্ব।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584