নিট-জেইই পরীক্ষা নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কাল পথে নামছে কংগ্রেস

0
41

ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:

করোনা আবহে কেন্দ্রীয় সরকারের
নিট এবং জেইই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে আগামীকাল ২৮শে আগস্ট শুক্রবার দেশজুড়ে প্রতিবাদ আন্দোলনে নামছে কংগ্রেস।

 

এক বিবৃতিতে এআইসিসির জেনারেল সেক্রেটারি কেসি ভেনুগোপাল মন্তব্য করেন যে সরকার এ বিষয়ে স্বৈরাচারী মনোভাব দেখাচ্ছে।

তিনি জানান যে শুক্রবার বেলা ১১টা থেকে কংগ্রেস কর্মীরা দেশব্যাপী রাজ্য ও জেলার বিভিন্ন কেন্দ্রীয় সরকারি অফিসের সামনে প্রতিবাদ বিক্ষোভ জানাবে। করোনা আবহে নিট ও জেইই বাতিলের দাবিতে দেশব্যাপী ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের আন্দোলন ন্যায্য বলেও তিনি মন্তব্য করেন। শুধুমাত্র তাই নয় বিহার ও আসাম সহ দেশের বেশ কিছু রাজ্যের বন্যা পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীরা কিভাবে  পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে প্রশ্ন তোলেন।

আরও পড়ুন:একদিনে করোনা আক্রান্তের নতুন রেকর্ড, মোট মৃত ৬০ হাজারের বেশি

অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রিপোর্ট অনুযায়ী দেশে এক দিনে সর্বোচ্চ আক্রান্তের নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করোনা আক্রান্তের সংখ্যা ৭৫৭৬০ এবং মৃত্যু হয়েছে ১০২৩ জনের। দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৬০ হাজারের গন্ডি।(ছবি সংগৃহীত)

 

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here