উত্তরপ্রদেশের নির্বাচনে নারীশক্তিতে ভরসা কংগ্রেসের, ৪০% মহিলা প্রার্থী দেওয়ার ঘোষণা প্রিয়াঙ্কার

0
42

শুভশ্রী মৈত্র, ওয়েব ডেস্কঃ

উত্তরপ্রদেশে আগামী বিধানসভা নির্বাচনে কংগ্রেস ৪০ শতাংশ আসনে মহিলা প্রার্থী দেবে, লখনউয়ে ঘোষণা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। এক সাংবাদিক বৈঠকে প্রিয়াঙ্কা জানান, ৪০৩টি আসনের প্রার্থী পদের জন্য আলাদা করে আবেদনপত্র গ্রহণ করা হবে ১৫ নভেম্বর পর্যন্ত।

Priyanka Gandhi Vadra
প্রিয়াঙ্কা গান্ধী

সাংবাদিক বৈঠক থেকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকেও নিশানা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। সাম্প্রতিক লখিমপুর খেরির প্রসঙ্গ তুলে ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি ব্যবহারের কথা উল্লেখ করেন তিনি। উন্নাও, হাথরস, সোনভদ্রের আদিবাসী মহিলার উপর নির্যাতন, এমনই নানা প্রসঙ্গ তুলে প্রিয়াঙ্কা বলেন, ‘‘এই সিদ্ধান্ত এই সকল নির্যাতনের বিরুদ্ধে একটি বার্তা।“

আরও পড়ুনঃ ৭ বছরে দেশকে দিয়েছেন এক জোড়া শূন্য! ০০৭ জেমস বন্ডের ধাঁচে মোদীর মিম শেয়ার ডেরেকের

লখনউয়ে সাংবাদিক বৈঠকে মহিলাদের উদ্দেশ্যে বলেন যে, মহিলাদের রক্ষা করার জন্য কেউ নেই। মুখে যাঁরা মহিলাদের রক্ষা করার কথা বলছেন, তাঁরা নিজেরা নিরাপত্তা পান, কিন্তু মহিলারা নিরাপদে থাকতে পারেন না। মহিলাদের এগিয়ে এসে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের আহবান জানান প্রিয়াঙ্কা। পাশাপাশি প্রিয়াঙ্কা এও জানান যে, কংগ্রেস উত্তরপ্রদেশে সাহসী, নির্ভীক ও লড়াকু মহিলা প্রার্থী চায়। দলীয় ভাবে মহিলাদের আলাদা প্রাধান্য দেবে কংগ্রেস।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here