মোহনা বিশ্বাস, ওয়েব ডেস্কঃ
শনিবার ভবানীপুর কেন্দ্রে উপ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভবানীপুর কেন্দ্রে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই প্রার্থী হয়েছেন। ওই কেন্দ্রে প্রার্থী দিতে বরাবরই অনাগ্রহী ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তবে এবার সুর বদলাল কংগ্রেস। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিচ্ছে কংগ্রেস, সোমবার প্রদেশ কংগ্রেস ভবনে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে দেন অধীর রঞ্জন চৌধুরী।
তিনি জানান, হাইকম্যান্ডের কাছে জোট প্রার্থী হিসেবে প্রস্তাব পাঠানো হচ্ছে। এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি সাফ জানিয়ে দিয়েছেন, রাজ্যের এক আসনের উপনির্বাচন ও দুই আসনে নির্বাচনের ক্ষেত্রেও বামেদের সঙ্গে তাদের জোট অব্যাহত থাকবে।
বিস্তারিত আসছে….
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584