ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্টঃ
করোনার দ্বিতীয় ঢেউয়ে ‘অক্সিজেনের’ অভাবে কোনও মৃত্যু হয়নি, সংসদে জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডঃ ভারতী প্রবীন পাওয়ার। কোনও রাজ্য থেকেই অক্সিজেনের অভাবে রোগী মৃত্যুর খবর জানা যায়নি। কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপালের প্রশ্নের উত্তরে মঙ্গলবার একথা জানাল কেন্দ্র। পাশাপাশি দায় এড়িয়ে জানিয়ে দেওয়া হয়েছে, স্বাস্থ্য রাজ্যের এক্তিয়ারভুক্ত। তাই স্বাস্থ্য অব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠলে সেই দায় রাজ্যের ঘাড়েই বর্তাবে।
কংগ্রেস সাংসদ কেসি বেণুগোপাল বলেন, ‘মিথ্যা তথ্য’ দিয়ে সংসদকে ভুল দিশা দেখাচ্ছে কেন্দ্র। তিনি জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে সংসদে ‘প্রিভিলেজ নোটিশ’ আনবেন তিনি কারণ এই ধরনের ভুল তথ্য দিয়ে সংসদকে ভুল পথে চালিত করা হচ্ছে।
করোনার দ্বিতীয় ঢেউয়ে উত্তরপ্রদেশ-সহ একাধিক রাজ্যে অক্সিজেনের অভাবে মৃত্যুর খবর সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে। এমনকি রাজধানী দিল্লীতেও একাধিক এমন ঘটনা ঘটে। কিন্তু কেন্দ্রের বক্তব্য, ‘খাতায় কলমে কোনও রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অক্সিজেনের অভাবে মৃত্যুর কথা জানায়নি।’ তবে দ্বিতীয় ঢেউয়ের সময় অক্সিজেনের চাহিদা বিপুল বেড়ে গিয়েছিল, সেকথা মানছে কেন্দ্র।
আরও পড়ুনঃ মহারাষ্ট্রে একদিনে মৃত্যুর সংখ্যা বৃদ্ধিতে দেশে দৈনিক মৃত্যু প্রায় ৪ হাজার, বাড়ল সংক্রমণও
প্রাক্তন অর্থমন্ত্রী ও কংগ্রেস নেতা পি চিদাম্বরম এদিন একটি টুইটে লিখেছেন, ‘অক্সিজেনের অভাবে কোন রোগীর মৃত্যু হয়নি একথা বলে কেন্দ্র চরম অপমান করলো যাঁরা অক্সিজেনের অভাবে মারা গিয়েছেন তাদের পরিবারকে। তার পাশাপাশি, দেশের বিচারব্যবস্থাকেও অপমান করেছে কেন্দ্র। যে সময় অক্সিজেনের চরম অভাব দেশের বহু রাজ্যে, মানুষ মারা যাচ্ছেন অক্সিজেনের অভাবে তখন আদালত বহুবার এই বিষয়ে বিভিন্ন নির্দেশ দিয়েছে। এছাড়াও চিদাম্বরম লিখেছেন, বিজেপি শুধু মিথ্যা খবর ছড়াতেই পারদর্শী। ভ্যাক্সিন নিয়ে, করোনা নিয়ে একের পর এক মিথ্যা দিয়ে নিজেদের দায় এড়াতে চাইছে তারা। তিনি দাবি করেন যে মন্ত্রী সংসদে দাঁড়িয়ে এই মিথ্যে তথ্য দিয়ে সংসদকে কলুষিত করছেন তাঁর উচিত আগে দেশবাসীর কাছে ক্ষমা চাওয়া।
আরও পড়ুনঃ বুধবার ভোরে ভূমিকম্পে কেঁপে উঠলো রাজস্থান, লাদাখ, মেঘালয়
মঙ্গলবার কংগ্রেস সাংসদের আরও প্রশ্ন ছিল, এরপর দেশে করোনার তৃতীয় ঢেউ বড় আকার ধারণ করলে অক্সিজেন সরবরাহের বিষয়ে কী চিন্তা কেন্দ্রের? উত্তরে কেন্দ্র জানিয়েছে, স্বচ্ছ একটি পরিকাঠামো প্রস্তুত করা হয়েছে। রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির সঙ্গে আলোচনা করেই তা করা হয়েছে। বেশ কয়েকটি মন্ত্রক একযোগে কাজ করছে,ফলে করোনার তৃতীয় ঢেউয়ের জন্য দেশে অক্সিজেন সরবরাহের সমস্ত পরিকাঠামো তৈরি। তৃতীয় ঢেউ সামাল দিতে সরকার প্রস্তুত, জানিয়েছে কেন্দ্র।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584