কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহারের দাবিতে কেশপুরে যুব কংগ্রেসের বিক্ষোভ মিছিল

0
49

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার ও সরকারি ২০০০ টাকা মূল্যে প্রতি কুইন্টাল ধান কেনার দাবিতে, মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের বিডিও অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল যুব কংগ্রেস। সেই সঙ্গে বিডিও অফিসে গিয়ে বিডিওর কাছে স্মারকলিপি প্রদান করে যুব কংগ্রেস।

congress party protest | newsfront.co
নিজস্ব চিত্র

এই দিন এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল, জেলার সহ-সভাপতি সুহাসিস পণ্ডা, কেশপুর ব্লক কংগ্রেসের সভাপতি লক্ষী ঘোষ সহ অন্যান্যরা।
জেলা যুব কংগ্রেসের সভাপতি মহঃ সাইফুল জানান, “সারাদেশ জুড়ে যে ভাবে কেন্দ্রীয় সরকার কৃষক বিরোধী কালা আইন নিয়ে এসেছে, তারই প্রতিবাদে সারা দেশজুড়ে যুব কংগ্রেসের উদ্যোগে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

আরও পড়ুনঃ শুভেন্দুকে ধিক্কার জানিয়ে পাঁঠা বলি দিয়ে পুজো গোয়ালতোড়ে

এদিন সারাদেশের সাথে সাথেই কেশপুর বিধানসভার যুব কংগ্রেস কার্যালয় থেকে মিছিল শুরু করে সারা কেশপুর বাজার পরিক্রমা করে মিছিল শেষ হয় কেশপুর ব্লক উন্নয়ন আধিকারিকের অফিসের সামনে। এরপর বিডিওকে স্মারকলিপি প্রদান করা হয়।

আরও পড়ুনঃ তৃণমূলের আমলে সব থেকে বেশী বঞ্চিত হয়েছেন আদিবাসীরা! কোচবিহারে ক্ষোভ প্রকাশ খগেনের

ব্লক উন্নয়ন আধিকারিক দীপক ঘোষ আশ্বাস দিয়েছেন সরকারি মূল্যে কৃষকদের কাছ থেকে ধান কেনা হবে।” পাশাপাশি তিনি আরো জানান,”ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত কৃষকদের কাছ থেকে ২০০০ টাকা সহায়ক মূল্যে ধান কেনা হচ্ছে। আমাদের দাবি পূরণ না হলে আমরা আন্দোলন আরও দীর্ঘ থেকে দীর্ঘতর করবো।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here