নিজামুদ্দিনের ধর্মীয় সভায় যোগ দেওয়া একাধিক ব্যক্তির খোঁজ মিলল পূর্ব মেদিনীপুরে

0
130

ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ

দিল্লির নিজামুদ্দিনে ধর্মীয় সভায় পূর্ব মেদিনীপুরের ১২ জন যোগ দিয়েছিলেন। কিন্তু তাদের যোগাযোগ করা যাচ্ছে না বলেই জেলা প্রশাসন সূত্রে খবর।

Nizamuddin | newsfront.co
প্রতীকী চিত্র। চিত্র সৌজন্যঃ দ্য প্রিন্ট.ইন

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ১২ জনের মধ্যে কয়েকজনের নাম ফোন নং পাওয়া গেলেও একজনের সঙ্গে কিছুতেই যোগাযোগ করা যাচ্ছে না। প্রশাসনের আধিকারিকরা ফোন করলেই যিনি ফোন রিসিভ করছেন তিনি রং নম্বর বলে কেটে দিচ্ছেন।

আরও পড়ুনঃ একরাতে রাজ্যে আরও ১০ করোনা পজিটিভ, আক্রান্ত বেড়ে ৩৭, মৃত ৫

জেলাশাসক পার্থ ঘোষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, ইতিমধ্যেই কয়েকজনের নাম গেলেও সকলের সাথে যোগাযোগ করা যাচ্ছে না।

অন্যদিকে হলদিয়ায় পাঁচজনকে চিহ্নিত করা হয়েছে। তাঁরাও ধর্মীয় সভায় যোগ দিয়েছিলেন। দ্রুত তাদের হলদিয়া মহকুমা হাসপাতালের আইসোলেশনে ভর্তি করা হবে বলে জানা গেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here