নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
লিভ-ইন সম্পর্কে থাকা যুগলের মধ্যে উভয়ের সম্মতিক্রমে যৌন সংসর্গ -কে ধর্ষণ হিসেবে গণ্য করা যায় না, মত দেশের শীর্ষ আদালতের। ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির আইনজীবী বলেন লিভ-ইন সম্পর্কে থাকার পর পুরুষটিকে যদি ধর্ষণের মামলায় অভিযুক্ত করা হয় তা অত্যন্ত ভয়াবহ নিদর্শন তৈরি করবে সমাজে।
সোমবার, একটি মামলার শুনানিতে দেশের শীর্ষ আদালত রায় দেন, লিভ-ইন সম্পর্কে থাকা দম্পতির মধ্যে উভয়ের সম্মতিক্রমে যৌন সম্পর্ক হওয়ার পর যদি পুরুষটি বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারেন তাহলে তাঁকে ধর্ষণের দায়ে অভিযুক্ত করা যাবে না।
দীর্ঘ পাঁচ বছর লিভ-ইন সম্পর্কে ছিলেন এক দম্পতি। পরবর্তীতে পুরুষটি ওই সম্পর্ক থেকে বেরিয়ে যান এবং অন্য এক মহিলাকে বিয়ে করেন। এই ঘটনার পর প্রথম মহিলা তাঁর প্রাক্তন লিভ-ইন পার্টনার তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করেছেন এই মর্মে ধর্ষণের মামলা দায়ের করেন।
আরও পড়ুনঃ হাথরাসে ফের হত্যা! নির্যাতিতার বাবাকে খুন করল ধর্ষক
প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বে বিচারপতি এ এস বোপান্না ও বিচারপতি ভি রামসুব্রামনিয়ম এই তিন সদস্যের বেঞ্চ এই মামলার শুনানির পর জানায়, ” বিয়ের মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া অবশ্যই অন্যায়। এমনকি কোনো মহিলারও উচিত নয় বিয়ের প্রতিশ্রুতি দিয়ে পরবর্তীকালে সম্পর্ক থেকে সরে যাওয়া। তবে তার মানে এই নয় যে দীর্ঘদিনের লিভ-ইন সম্পর্কে উভয়ের সম্মতিক্রমে যৌন সম্পর্ক হওয়ার পর শুধুমাত্র পুরুষটি বিয়ের প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় তাঁকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত করা যাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584