লক্ষ্য রেকর্ড, দেশলাই কাঠির ওপর দুর্গা প্রতিমা নির্মাণ বালুরঘাটের সোমার

0
198

নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ দিনাজপুরঃ

চার সেন্টিমিটার দেশলাই কাঠি ওপর শূন্য দশমিক চার সেন্টিমিটার দুর্গা তৈরি করে বিস্মিত করলেন বালুরঘাটের স্কুল শিক্ষিকা। সোমা মুখার্জি নামে এই স্কুল শিক্ষিকা প্রতিবছর রেকর্ড করার লক্ষ্যে ছোট থেকে ছোট দুর্গা মূর্তি বানিয়ে চলেছেন প্রতিবছর শারদ উৎসবের প্রাক্কালে।

durga statue | newsfront.co
নির্মিত দুর্গা প্রতিমা। নিজস্ব চিত্র

সেই ধারাবাহিকতা বজায় রেখে এই বছর তিনি দেশলাই কাঠির ওপর দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগালেন।জানা গেছে, তিন বছর আগে স্কুল শিক্ষিকা একটি ছোট দুর্গা মূর্তি তৈরি করেন। আর সেই মূর্তি দেখে তার স্বামী সহ অন্যান্যরা তাকে আরও ছোট মূর্তি তৈরি করার উৎসাহ দেন।

soma | newsfront.co
নির্মাণে মগ্ন সোমা। নিজস্ব চিত্র

সেইমতো তিনি প্রতি বছর দুর্গাপুজোর সময় একটি করে মূর্তি তৈরি করে চলেছেন যা বিগত বছরগুলোর তুলনায় ছোট হয়।সোমা দেবী জানালেন, এই বছরের দুর্গা মূর্তি তৈরি করতে ছয় মাস সময় লেগেছে। তার এই দুর্গামূর্তিতে শুধু দুর্গাই নেই আছে সরস্বতী লক্ষ্মী গণেশ কার্তিক-সহ দেব দেবীর বাহনরাও।

আরও পড়ুনঃ কোলাঘাটে ব্লক প্রশাসনের শারদ সম্মান প্রদান অনুষ্ঠান

ইতিমধ্যেই সোমা দেবী লিমকা বুক অফ রেকর্ডে নাম নথিভুক্ত করবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার পরিবারবর্গের আশা যে আগামী কয়েক বছরের মধ্যেই আরো ছোট মূর্তি তৈরি করে সোমা মুখার্জি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে তার নাম নথিভুক্ত করতে পারবেন।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here