নিজস্ব সংবাদদাতা,দক্ষিণ দিনাজপুরঃ
নির্মল বাংলা প্রকল্পে শৌচালয় তৈরিতে লাগামছাড়া দুর্নীতির অভিযোগ বালুরঘাটে। আর এতেই ক্ষোভে ফুঁসছেন উপভোক্তারা। তদন্তের দাবি জানিয়েছেন সাংসদ। উপভোক্তাদের বিপাকে ফেলে সরকারি প্রকল্পের শৌচালয় নির্মাণে দুর্নীতির অভিযোগ বালুরঘাটে।
ব্লক প্রশাসনের নজর এড়িয়ে কি করে এমন কাজ হচ্ছে, প্রশ্ন বাসিন্দাদের। সরকারি অর্থের অপচয় রুখতে জোড়ালো তদন্তের দাবি করলেন বালুরঘাটের সাংসদ। দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম পঞ্চায়েতের নীচাবন্দর এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। জেলা শাসক নিখিল নির্মল জানিয়েছেন, সম্প্রতি প্রকল্পের কাজ খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন করেছেন দফতরের আধিকারিকরা। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
বাসিন্দাদের অভিযোগ, পতিরাম পঞ্চায়েতের নীচাবন্দর এলাকায় সরকারি প্রকল্পের শৌচালয় তৈরিতে অত্যন্ত নিম্নমানের সামগ্রী ব্যবহার করছে কাজের বরাত পাওয়া সংস্থা। নিয়ম অনুসারে প্রতিটি শৌচালয়ের জন্য উপভোক্তাদের মাত্র ৯০০ টাকা করে দেওয়ার কথা থাকলেও তাদের কাছ থেকে বেশি পরিমাণে টাকা আদায় করা হচ্ছে। পাশাপাশি কিছু নির্মাণ সামগ্রীও কিনে দিতে হচ্ছে তাদের।
আরও পড়ুনঃ ফরাক্কায় নদীতে পড়ে গিয়ে নিখোঁজ মৎস্যজীবী
পেশায় দিনমজুর রাজেশ চৌধুরী, সঞ্জয় মহন্তরা জানিয়েছেন, অতি নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে। শৌচালয়ের চাল উড়ে যাচ্ছে। সিমেন্ট বালি খুলে পড়ছে। সরকারি সাবসিডি থাকা সত্ত্বেও তাদের কিছু কিছু সামগ্রী কিনতে বাধ্য করা হচ্ছে।
আরও পড়ুনঃ গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান আলিপুরদুয়ার জেলা পুলিশের
এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন তারা। পতিরাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান আশুতোষ দাস বলেন, “যে কাজ হচ্ছে তা একদম নিম্নমানের, নির্মিয়মান পায়খানার দেওয়ালে হাত দিলে ঝুর ঝুর করে সিমেন্ট পড়ছে।”
বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার ঘটনার তদন্তের দাবি তুলে বলেন, “জেলা প্রশাসনের বিভিন্ন অফিসাররাও এই দুর্নীতির সঙ্গে যুক্ত আছে, অবিলম্বে এর তদন্ত হওয়া উচিৎ।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584