উদ্বেগজনকভাবে বাড়ছে আক্রান্ত! রাশ টানতে কলকাতায় বাড়ল কন্টেনমেন্ট জোন

0
64

নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ

তিলোত্তমা বন্দি এখন বাঁশের ব্যারিকেডে। আশঙ্কাজনকভাবে বাড়ছে আক্রান্তের সংখ্যা। আর সংক্রমণে রাশ টানতে বাড়ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। শুধু গতকাল ১০ মে সারা রাজ্যে নতুন করে আক্রান্ত হন ১৫৩ জন যার মধ্যে শুধু কলকাতায় এই দিন নতুন আক্রান্তের সংখ্যা ৩৭ এবং মৃত্যু হয়েছে ১০ জনের, যেখানে রবিবার সারা রাজ্যে মৃত্যুর সংখ্যা ১৪।

containment zone | newsfront.co
প্রতীকী চিত্র

গতকাল পর্যন্ত রাজ্যে মোট আক্রান্ত ১৯৩৯ জন যার মধ্যে শুধু কলকাতায় আক্রান্ত ৯৪৮। সারা রাজ্যে এখনও পর্যন্ত শুধু করোনা থাবায় মোট মৃত ১১৩ জন এবং এমন ৭২ জনের মৃত্যু ঘটছে যাদের শরীরে করোনা ছাড়াও অন্য রোগের উপসর্গ ছিল। ফলে রাজ্যে মোট ১৮৫ জনের মৃত্যু হয়েছে যাদের শরীরে করোনা ছিল।

সেখানে গতকাল পর্যন্ত কলকাতার মোট পরিসংখ্যান আক্রান্ত ৯৪৮ এবং শুধু করোনা থাবায় মৃতের সংখ্যা ৭৪ এবং করোনা ছাড়াও অন্য রোগের উপসর্গ ছিল এমন ৫২ জনের মৃত্যু হয়েছে, যার ফলে রাজ্য রাজধানীতে গতকাল পর্যন্ত মোট ১২৬ জনের মৃত্যু হয়েছে যাদের শরীরে করোনা সংক্রমিত ছিল।

আরও পড়ুনঃ স্ক্রিনিং হচ্ছে না পরিযায়ী শ্রমিকদের, বাড়ছে করোনা প্রকোপ, মুখ্য সচিবকে চিঠি সার্ভিস ডক্টর ফোরামের

এই বৃদ্ধিতে রাশ টানতে বাড়ানো হচ্ছে কন্টেনমেন্ট জোনের সংখ্যা। গতকাল পর্যন্ত এই সংখ্যা ছিল ৩২৬ যা আজকে বাড়িয়ে করা হয়েছে ৩৩৮ , অর্থাৎ ১২টি কন্টেনমেন্ট জোন বাড়ানো হল। উত্তর কলকাতা এবং মধ্য কলকাতায় কন্টেনমেন্ট জোনের সংখ্যা বেশি হলেও তালিকায় যোগ করা হয়েছে দক্ষিণ কলকাতার যাদবপুরের বিভিন্ন এলাকাকে। এমনকী, আইএলএস নেতাজিনগর এলাকায় কয়েকজন আক্রান্তের হদিশ মিলেছে। এরপর সেই এলাকা বাঁশ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে।

রাজ্যের মধ্যে কলকাতার এই চিত্র আতঙ্কের সঙ্গে সঙ্গে উদ্বেগও বাড়াচ্ছে। মাথাব্যথা বাড়াচ্ছে দশটি বোরো। ১-৯ ও ১৫ নম্বর বোরো। এরমধ্যে বড়বাজার সংলগ্ন চার নম্বর বোরো ও গার্ডেনরিচ সংলগ্ন ১৫ নম্বর বোরোতে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এই বোরো কমিটির চেয়্যারম্যানেদের নিয়ে বৈঠকে বসবেন কলকাতা পুরবোর্ডের প্রশাসক ফিরহাদ হাকিম।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here