৯ জুলাই থেকে রাজ্যের কনটেইনমেন্ট জোনে সম্পূর্ণ লকডাউন

0
309

শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ

রাজ্যে উর্ধ্বগামী করোনা সংক্রমণের পরিস্থিতিতে রাজ্য সরকার যে কোনও কড়া পদক্ষেপ নিতে চলেছে, তা পরিষ্কার হয়ে গিয়েছিল সোমবার রাতেই। সেই আশঙ্কাকে সত্যি করে এবার ৯ জুলাই বিকেল পাঁচটা থেকে গোটা রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিতে কড়া লকডাউনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার৷

lockdown | newsfront.co
প্রতীকী চিত্র

জানানো হয়েছে, কনটেনমেন্ট জোনে বন্ধ থাকবে সমস্ত সরকারি-বেসরকারি অফিস, কারখানা এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ কনটেনমেন্ট জোনের বাসিন্দারা অফিসেও যেতে পারবেন না৷ কনটেনমেন্ট জোনগুলিতে বন্ধ থাকবে সবরকম যানবাহন চলাচল৷ শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসের দোকান খোলা থাকবে বলে জানা গিয়েছে৷ অত্যাবশ্যকীয় পরিষেবাও চালু থাকবে৷ কোনওরকম জমায়েত করা যাবে না৷ ইতিমধ্যেই এই সংক্রান্ত নির্দেশিকা জারি করা হয়েছে।

order | newsfront.co
লকডাউনের সরকারি নির্দেশিকা

একই সঙ্গে ফের কড়া লকডাউনের জন্য কন্টেইনমেন্ট জোনের সংজ্ঞাও বদলাচ্ছে রাজ্য সরকার৷ এর আগে ‘আইসোলেশন ইউনিট’ পদ্ধতিতে কনটেনমেন্ট জোন তুলে দিয়ে শুধুমাত্র সংক্রামিতের বাড়িটিতেই আলাদাভাবে চিহ্নিত করা হচ্ছিল। এবার কনটেনমেন্ট জোনের পরিধি বাড়িয়ে বাফার জোনকেও কনটেনমেন্ট জোনের আওতায় আনা হয়েছে৷ কোন কোন এলাকাগুলি কন্টেইনমেন্ট জোনের অধীনে পড়ছে তার তালিকা এগিয়ে বাংলা ওয়েবসাইটে পাওয়া যাবে৷ প্রতিটি এলাকায় স্থানীয় পুলিশ প্রশাসন জোরদার প্রচার চালানোর পাশাপাশি লকডাউন কার্যকর করতেও কড়া নজরদারি চালাবে।

আরও পড়ুনঃ সংক্রমণ রুখতে মুখ্যমন্ত্রীর আবেদনে সাড়া, পশ্চিমবঙ্গে কমছে ট্রেনের সংখ্যা

সংক্রমণের নিরিখে এদিন কলকাতা সহ বেশ কিছু জেলায় কলকাতার কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হয়েছে। কলকাতায় কনটেনমেন্ট জোনের সংখ্যা ১৮ থেকে ৩৩ করা হয়েছে৷ উত্তর ২৪ পরগনায় কনটেনমেন্ট জোনের সংখ্যা হবে ২১৯৷ দক্ষিণ ২৪ পরগনায় কনটেনমেন্ট জোনের সংখ্যা হবে ১৫৩৷ হাওড়ায় ১৪৬টি কনটেনমেন্ট জোন করা হয়েছে ও হুগলিতে ২৭টি কনটেনমেন্ট জোন করা হয়েছে ৷

আরও পড়ুনঃ লকডাউনের জেরে কলকাতায় প্রথম বন্ধ হল পাঁচতারা হোটেল

এদিন নবান্নের তরফে স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান, বৃহস্পতিবার থেকে কনটেনমেন্ট জোনে নয়া লকডাউন কার্যকর হবে। কনটেনমেন্ট জোনের বাসিন্দাদের বাড়িতে যাতে খাদ্যসামগ্রী পৌঁছে দেওয়া যায়, সেই ব্যবস্থা করার চেষ্টা চলছে। তার জন্য স্থানীয় প্রশাসনের জন্য আলোচনা হয়েছে। কখন কীভাবে কনটেনমেন্ট জোনের সংখ্যা বাড়ানো হবে, তা ঠিক করবে প্রশাসন। প্রাথমিক ভাবে ১৪ দিন পরিস্থিতি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here