শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
গত সপ্তাহখানেক ধরে কলকাতায় ৩০০০-এরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ৮০ জনেরও বেশি। প্রত্যেকদিনই আগের দিনের সংক্রমণের রেকর্ড ভেঙেছে কলকাতা। অথচ কনটেনমেন্ট জোন ভিত্তিক লকডাউনের প্রথম ৭ দিনেই বাড়ার বদলে উলটে কমে গেল কনটেনমেন্ট জোন। বৃহস্পতিবার সকাল পর্যন্ত শহর কলকাতায় এই ধরনের এলাকার সংখ্যা ২৮ থেকে সামান্য কমে হল ২৪।
এর মধ্যে সব থেকে বেশি সংক্রমণ ও কনটেইনমেন্ট জোনের সংখ্যা মধ্য কলকাতার ৮ নম্বর বরোতে। এখানে কনটেনমেন্ট জোনের সংখ্যা ৮। এরপরই রয়েছে তিন নম্বর বরো।
এখানে ৭টি এলাকা এই ধরনের জোনের আওতাধীন। এছাড়া আরও গোটা ছ’য়েক বরোতে সামান্য কিছু এলাকা রয়েছে। তবে ১, ২, ৫, ১০, ১১, ১৩, ১৪, ১৫ নম্বর বরোতে বৃহস্পতিবার সকাল পর্যন্ত কোনও কনটেইনমেন্ট জোন নেই। ফলে সামান্য হলেও স্বস্তি ফিরছে শহরবাসীর মনে।
পুর আধিকারিকদের দাবি, কলকাতায় ভিন রাজ্য এবং জেলা থেকে বেশির ভাগ লোক চিকিৎসা করাতে আসা এবং মৃত্যু হওয়ায় খাস কলকাতায় কমে যাচ্ছে কনটেনমেন্ট জোন।
আরও পড়ুনঃ ১০ অগস্ট থেকে কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু অনলাইনে, ঘোষণা শিক্ষামন্ত্রীর
কনটেনমেন্ট জোনের নতুন সংজ্ঞা তৈরি করেছে রাজ্য সরকার। বর্তমান কনটেনমেন্ট জোন, বাফার জোন এমনকি গ্রিন জোনের কিছুটা নিয়ে তৈরি করা হয়েছে এই বিশেষ কনটেনমেন্ট জোন।
কলকাতার সর্বশেষ কনটেনমেন্ট এলাকার তালিকা সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী
বরো ৩- উল্টোডাঙা মেন রোড, রামকৃষ্ণ সমাধি রোড, সুরেন সরকার রোড, চাউলপট্টি রোড, তরণকৃষ্ণ নস্কর লেন, মানিকতলা মেন রোড, পি ৯ সিআইটি রোড স্কিম ৪-কাঁকুড়গাছি
বরো ৪- শিকদার পাড়া স্ট্রিট, রাজা রামমোহন সরণী, বলরাম দে স্ট্রিট
বরো ৬- লিটন স্ট্রিটে সুন্দরী মোহন অ্যাভিনিউ ক্রসিং
বরো ৭- সুইনহো লেন
বরো ৮- বকুল বাগান রো, প্রাণনাথ পন্ডিত রোড, চক্রবেড়িয়া রোড, গরচা রোড, ডোভার লেন, শরৎ বসু রোড, জাস্টিস মাধব চন্দ্র রোড
বরো ৯- রাজা সন্তোষ রায় রোড
বরো ১২- সম্মিলনী পার্ক
বরো ১৫- পাহাড়পুর রোড (মুদিয়াল মোড় থেকে)
বরো ১৬- বৈদ্যপাড়া হাইস্কুল- ভুবন মোহন রায় রোড, প্রগতি পল্লি-এমজি রোড
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584