হরষিত সিংহ,মালদহঃ
গনিখান নামাঙ্কিত কলেজে পড়ুয়াদের আন্দোলন অব্যাহত।পরীক্ষায় না বসে গত ৩৬০ঘন্টা ভুখা হরতালে সামিল হয়েছে পড়ুয়ারা।তাদের দাবি,তিনশো জন ছাত্রছাত্রী তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে কারণ এই কলেজে ডিপ্লোমা কোর্স সার্টিফিকেট নিয়ে অন্য জায়গায় বি টেক লেটারেল এন্ট্রিতে ভর্তি হতে পারছে না।ফলে তাদেরকে বাইরে থেকে আবার ঘুরে আসতে হচ্ছে। ইউনিভার্সিটির ছাত্র ছাত্রীদের অভিযোগ কর্তৃপক্ষ তাদের বারবার প্রতিশ্রুতি দিয়েও তাদের বৈধ সার্টিফিকেট দিতে পারছে না।যার জেরে পড়ুয়ারা অন্য কোথাও ভর্তি হতে পারছে না। তাদের দাবি, যতক্ষণ না পর্যন্ত বৈধ সার্টিফিকেট প্রদান করবে ততক্ষণ তারা আন্দোলন চালিয়ে যাবে।এই ইউনিভার্সিটির ছাত্র জানান যে তারা এরপূর্বেও একবার গন অবস্থান এবং একবার ভুখা হরতাল করেও তাদের কোনো লাভ হয়নি। মঙ্গলবার উত্তর মালদার সংসদ মৌসম বেনজির নূর এলাকার বিধায়ক অর্জুন হালদার এই ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ান।
সাংসদ মৌসম নূর জানান,গনি খানের নাম সারা ভারতবর্ষের মানুষ জানেন।তাঁর নামে ইউনিভার্সিটিকে কলঙ্কিত করার একটা ষড়যন্ত্র।ছাত্র ছাত্রীদের আন্দোলনে তাঁরাও আছেন প্রধানমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী যেখানে যাওয়ার প্রয়জন সেখানেই তিনি যাবেন।ইতিমধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা সম্পুর্নভাবে মুখে কুলুপ এঁটেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584