নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
করোনা মোকাবিলায় দেশজুড়ে দীর্ঘদিন জারি ছিল লকডাউন। এরপর শুরু হয় আনলক পর্ব। এই পর্বে ধাপে ধাপে শিথিল হতে থাকে করোনা নিয়ে কেন্দ্রের বিধিনিষেধ। লকডাউন ও আনলক পর্ব মিলিয়ে বিমানবন্দরের সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থায় ৫০০ জনের উপর কর্মী ছাঁটাই করা হয়েছে।
এবার তার প্রতিবাদ জানাল বিমানবন্দরের কন্ট্রাক্টর্স ওয়ার্কার্স ইউনিয়ন। কার্যকরী সভাপতি বরুণ নট্ট বলেন, লোডার, ক্লিনার সহ বিভিন্ন পদে কর্মরত ৫০০ জনের বেশি কর্মীকে ছাঁটাই করেছে বিভিন্ন এয়ারলাইন্স সংস্থা। বর্তমান করোনা পরিস্থিতিতে এটা একেবারেই কাম্য নয়। এর ফলে ওই কর্মীদের পরিবারকে আর্থিক দুরাবস্থার মধ্যে পড়তে হল। কর্মীদের রোটেশন অনুযায়ী কাজ দেওয়ার দাবিও জানানো হয়েছে।
আরও পড়ুনঃ কর্মী ছাঁটাইয়ের পথে ইন্ডিগো, জানালেন সিইও রণজয় দত্ত
এদিকে ট্যাক্সিচালকরাও আর্থিক দুরাবস্থার মধ্যে পড়েছেন বলে জানায় ইউনিয়ন। বিমান পরিষেবা এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি। বন্ধ রয়েছে আন্তর্জাতিক উড়ান। এই সময় যাত্রীর জন্য কলকাতা বিমানবন্দরে ট্যাক্সিচালকদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে।
তাঁদের বক্তব্য, কমপক্ষে ৫-৬ ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। ১ সেপ্টেম্বর থেকে ছয় শহরের সঙ্গে কলকাতার বিমান যোগাযোগ শুরু হচ্ছে। ফলে বেশ কিছু বিমান বেশি চলবে, যাত্রীর সংখ্যাও বাড়বে। তাতে একটু লাভের মুখ দেখা যাবে বলে আশাবাদী বিমানবন্দরের ট্যাক্সিচালকরা।
আরও পড়ুনঃ সেপ্টেম্বরে রাজ্যে পূর্ব ঘোষিত কমপ্লিট লকডাউন হবে, মেট্রো চলবে ৮ থেকে
বর্তমানে দৈনিক ৬০ টি করে বিমান চলাচল করছে। ১ সেপ্টেম্বর থেকে আরও ২৫ টি করে বিমান বেশি চলবে বলে আধিকারিকদের থেকে জানা গিয়েছে। এই অবস্থায় কর্মীদের যাতে ফের কাজে নেওয়া হয়, এয়ারলাইন্সের কাছে সেই দাবি রেখেছে ইউনিয়ন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584